ঝালকাঠির বাস দুর্ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ঝালকাঠিতে বাস দুর্ঘটনায় পুলিশের পক্ষ থেকে তিনজনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। রোববার রাত সাড়ে ১০টার দিকে এ মামলা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন সরকার।

পুলিশ সূত্রে জানা গেছে, মামলার বাদী হয়েছেন সদর থানার উপপরিদর্শক সুশুংকর মল্লিক। এতে আসামি করা হয়েছে বাসচালক মোহন খান, সুপারভাইজার ফয়সাল ওরফে মিজান ও বাসচালকের সহকারী আকাশ ওরফে বুলেটকে।

শনিবার সকালে ‘বাশার স্মৃতি’ নামের যাত্রীবাহী একটি বাস ৬৫ থেকে ৭০ জন যাত্রী নিয়ে পিরোজপুরের ভান্ডারিয়া থেকে বরিশালের দিকে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদসংলগ্ন একটি পুকুরে পড়ে যায় বাসটি। এতে ১৭ জন নিহত ও ৩৪ জন আহত হন।