নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মদবোঝাই দুটি কনটেইনার জব্দ করেছে র্যাব। আজ শনিবার ভোর পাঁচটার দিকে র্যাব–১১ বিশেষ অভিযান চালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপুরদী থেকে কনটেইনার দুটি জব্দ করা হয়। পরে বেলা ১টায় র্যাব ও কাস্টমসের কর্মকর্তাদের উপস্থিতিতে কনটেইনার খুলে বিপুল পরিমাণ বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়।
এ ঘটনায় দুজনকে আটক করেছে র্যাব। তবে তাৎক্ষণিকভাবে র্যাব আটক ব্যক্তিদের নাম প্রকাশ করেনি।
র্যাব জানায়, মদভর্তি দুটি কনটেইনার খালাস হবে, এমন গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম কাস্টমস হাউসের সহায়তা নিয়ে র্যাব ও গোয়েন্দা সংস্থা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালায়।
এ বিষয়ে র্যাব-১১–এর অধিনায়ক তানভীর মাহমুদ বলেন, আইপি জালিয়াতি করে কুমিল্লা ও ঈশ্বরদী ইপিজেডের দুটি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে মেশিনারি ও ববিন ঘোষণায় চালান দুটি চট্টগ্রাম বন্দরে খালাস করা হয়। তবে কনটেইনার দুটিতে কী পরিমাণ বিদেশি মদ রয়েছে, সেটা এখনো গণনা করা হয়নি।