১০০ টাকার জন্য বন্ধুকে কুপিয়ে হত্যার অভিযোগ

খুলনা জেলার মানচিত্র
খুলনা জেলার মানচিত্র

খুলনা নগরে ১০০ টাকা নিয়ে বিরোধের জেরে কয়েকজন তরুণ তাঁদের এক বন্ধুকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁর নাম ইয়াসিন আরাফাত (১৮)।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের শেরেবাংলা সড়কের কাশেমনগর এলাকায় এ ঘটনা ঘটে।

আরাফাত বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সোনাখালী গ্রামের ওবায়দু রহমানের ছেলে। তিনি নগরের সন্ধ্যাবাজারের খুচরা মাছ বিক্রেতা ছিলেন। নগরের কাশেমনগর এলাকায় ভাড়া থাকতেন আরাফাত।

পুলিশ, পরিবার ও স্থানীয় লোকজনের কাছ থেকে জানা গেছে, ১০০ টাকা নিয়ে বন্ধুদের সঙ্গে বিরোধের জেরে ওই তরুণদের সঙ্গে আরাফাতের বিরোধ হয়। তাঁরা সবাই আরাফাতের বন্ধু। ওই তরুণেরা একটি ইজিবাইকে এসে প্রথমে আরাফাতকে ইট দিয়ে আঘাত করেন।

পরে তাঁকে ছুরিকাঘাত করে ও চাপাতি দিয়ে কুপিয়ে পালিয়ে যান। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তিনি মারা যান।

জানতে চাইলে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা হাসান আল মামুন প্রথম আলোকে বলেন, পূর্বশত্রুতার জেরে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। লাশটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজের মর্গে রয়েছে।

ওসি আরও বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলছে। এ বিষয়ে আরাফাতের পরিবারের কেউ এখনো থানায় মামলা করতে আসেননি।