চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় নিখোঁজের ১৩ দিন পর মনছুর আলী (২৭) নামের এক প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার পুটিবিলা ইউনিয়নের পহরচান্দা হাসনা ভিটা এলাকায় ওই প্রবাসীর শ্বশুরবাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার হয়।
মনছুর আলী আরব আমিরাতপ্রবাসী ছিলেন। তিনি উপজেলার পহরচান্দা ফকির হাট এলাকার ফরিদ আহমদের ছেলে এবং দুই সন্তানের জনক। এ ঘটনায় ওই প্রবাসীর স্ত্রী, শাশুড়ি ও শ্যালিকাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
নিহতের বোন বুলু আক্তার জানান, গত ২৮ ফেব্রুয়ারি হঠাৎ আরব আমিরাত থেকে দেশে ফিরে আসেন মনছুর আলী। পরদিন ১ মার্চ সন্ধ্যায় উপজেলার আমিরাবাদ ইউনিয়নে বন্ধুর বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন মনছুর। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় ২ মার্চ লোহাগাড়া থানায় পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় নিখোঁজ প্রবাসীর লাশ তাঁর শ্বশুরবাড়ির পেছন থেকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই প্রবাসীকে হত্যার পর লাশ মাটিচাপা দেওয়া হয়েছিল।
এসআই শরিফুল ইসলাম আরও বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই প্রবাসীর স্ত্রী, শাশুড়ি ও শ্যালিকাকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। তারপর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।