মির্জাপুরে থামানো ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আজ শনিবার ভোররাত সাড়ে চারটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর উপজেলার দুল্যা বেগম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। তাঁদের মধ্যে ১৫ জন কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন। নিহত তিনজনের পরিচয় পাওয়া যায়নি।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা টুটুল বলেন, মহাসড়কের দুল্যা বেগম এলাকায় থেমে থাকা বালুবোঝাই একটি ট্রাকের পেছনে ঢাকাগামী বিনিময় পরিবহনের যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে বাসটির সামনে থেকে একপাশ দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। আশপাশের মানুষ উদ্ধারকাজে অংশ নেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু করে আহত ব্যক্তিদের হাসপাতালে নেয়।

দুর্ঘটনার পর মহাসড়কে ঢাকামুখী যান চলাচল বন্ধ হয়। এতে প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন যাত্রীরা। পুলিশ রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত যানটি সরিয়ে নিলে ঘণ্টাখানেক পর যান চলাচল স্বাভাবিক হয়।

ওসি মোল্লা টুটুল বলেন, নিহত তিনজনের পরিচয় বের করার চেষ্টা চলছে। লাশ পুলিশের হেফাজতে। পরিচয় পেলে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।