সিরাজগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুক পোস্টে কটূক্তি করার অভিযোগে নজরুল ইসলাম নামের এক ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।
নজরুল ইসলাম সদর উপজেলার মেছড়া ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
রোববার বিকেলে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ১৩ আগস্ট নজরুল ইসলাম তাঁর ফেসবুকে পোস্টটি দেন। বিষয়টি জেলা প্রশাসনের নজরে এলে জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের নির্দেশে গত বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। বিভাগীয় মামলার পর বৃহস্পতিবার তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। গতকাল শনিবার তিনি (নজরুল) নোটিশটি হাতে পেয়েছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযুক্ত নজরুল ইসলাম বঙ্গবন্ধুর নাম উল্লেখ না করে ১৩ আগস্ট নিজের ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে গণতন্ত্র ও শেখ পরিবার নিয়ে তাঁর বিরুদ্ধে কটূক্তির অভিযোগ ওঠে। বিষয়টি জেলা প্রশাসনের নজরে এলে তাঁকে সাময়িক বরখাস্ত এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। কারণ দর্শানোর জন্য তাঁকে ১০ দিনের সময় দেওয়া হয়েছে। কারণ দর্শানোর পর বিভাগীয় মামলার শুনানি করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্ত নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আসলে কোনো কিছু না বুঝেই নিজের ফেসবুকে এমন একটি পোস্ট দিয়েছি।’
জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, সরকারি কর্মচারী হয়ে বঙ্গবন্ধুর বিরুদ্ধে কটূক্তির বিষয়টি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি জানার পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।