বরিশালের মুলাদী সরকারি কলেজের একটি পরিত্যক্ত ভবন ঘিরে রেখেছে পুলিশ। ভবনটিতে তিনটি ব্যাগে হাতবোমাসদৃশ বস্তু আছে, এমন খবর পেয়ে আজ রোববার সন্ধ্যায় ভবনটি ঘিরে রাখে পুলিশ। এসব ব্যাগ উদ্ধারে বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেওয়া হয়েছে। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশের ধারণা, উপজেলা নির্বাচন-পরবর্তী নাশকতার লক্ষ্যে দুর্বৃত্তরা মুলাদী সরকারি কলেজের পরিত্যক্ত ভবনে হাতবোমা জড়ো করে থাকতে পারে। এদিকে কলেজের ভবনে হাতবোমা পাওয়ার খবরে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ জানায়, আজ সন্ধ্যার সময় স্থানীয় এক ব্যক্তি ভবনটির পাশে প্রস্রাব করতে গিয়ে পরিত্যক্ত ভবনে তিনটি ব্যাগে হাতবোমাসদৃশ বস্তু দেখতে পান। খবর পেয়ে সন্ধ্যা ছয়টার দিকে পুলিশ ভবনটি ঘিরে রেখে ঢাকার বোমা নিষ্ক্রিয়করণ দলকে সংবাদ দেয়।
রাত সোয়া আটটার দিকে ওসি মো. জাকারিয়া প্রথম আলোকে বলেন, হাতবোমাসদৃশ বস্তু আছে খবর পেয়ে ভবনটি ঘিরে রাখা হয়েছে। রাতে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যদের পৌঁছানোর কথা। বোমা নিষ্ক্রিয় করার পর বিষয়টির তদন্তের কাজ শুরু হবে।
দ্বিতীয় ধাপে ২১ মে মুলাদী উপজেলা পরিষদের ভোট অনুষ্ঠিত হয়েছে। ভোটের দিন তেমন কোনো বিশৃঙ্খলা হয়নি। এতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক চেয়ারম্যান তারিকুল হাসান।