নোয়াখালী বেগমগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় নৌবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়ার পথে শনিবার বেলা তিনটার দিকে শাহাদাত রাব্বুল ওরফে সম্রাট (৩০) নামের নৌবাহিনীর ওই সদস্যের মৃত্যু হয়।
এর আগে বেলা একটার দিকে নোয়াখালী-ফেনী মহাসড়কের সুরের পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শাহাদাত উপজেলার ১১ নম্বর দুর্গাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর এলাকার মিয়াজী বাড়ির কেফায়েত উল্যার ছেলে।
বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ফরিদুল আলম প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শাহাদাত নৌবাহিনীর ডুবুরি দলের সদস্য ছিলেন। তাঁর কর্মস্থল বরিশাল কোস্টগার্ড। অসুস্থ সন্তানকে দেখতে তিন দিন আগে ছুটিতে নোয়াখালীর দুর্গাপুর ইউনিয়নের নিজ বাড়িতে আসেন শাহাদাত।
পুলিশ জানায়, শনিবার দুপুরে পারিবারিক কাজে নিজের মোটরসাইকেল চালিয়ে উপজেলার চৌমুহনী বাজারে যাচ্ছিলেন। পথে উপজেলার সুরের পোল এলাকায় পৌঁছালে বাঁধন বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম সিএমএইচে নেওয়া হচ্ছিল। পথে বেলা তিনটার দিকে তাঁর মৃত্যু হয়। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত কোনো অভিযোগ করা হয়নি।