ট্রাস্টি বোর্ডের সভাপতির ঘোষণা

সব কমিউনিটি ক্লিনিকে প্রসবকালীন ও প্রসব-পরবর্তী সেবা পাবেন নারীরা

রাজশাহীর বাগমারার এক সভায় বক্তব্য দিচ্ছেন কমিউনিটি ক্লিনিকের ট্রাস্টি বোর্ডের সভাপতি সৈয়দ মোদাচ্ছের আলী
ছবি : প্রথম আলো

দেশের সব কমিউনিটি ক্লিনিকে শিগগিরই অন্তঃসত্ত্বা ও প্রসূতি নারীরা সেবা পাবেন বলে ঘোষণা দিয়েছেন কমিউনিটি ক্লিনিক ট্রাস্টি বোর্ডের সভাপতি সৈয়দ মোদাচ্ছের আলী। গ্রামের নারীরা বিনা মূল্যে এ সেবা পাবেন। তবে কবে নাগাদ এ কার্যক্রম শুরু হবে, তা তিনি নির্দিষ্ট করে বলেননি।

আজ বৃহস্পতিবার রাজশাহীর বাগমারার উপজেলা শহর ভবানীগঞ্জে এক সুধী সমাবেশ ও কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সুবিধাভোগীদের নিয়ে এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। ভবানীগঞ্জ নিউমার্কেটের মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এনামুল হক।

মোদাচ্ছের আলী বলেন, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গ্রামের প্রত্যন্ত এলাকার লোকজন স্বাস্থ্যসেবা পাচ্ছেন। ঘরের কাছেই এ সেবা নিশ্চিত করা হয়েছে। দূরে কোথাও ছুটে গিয়ে স্বাস্থ্যসেবা নিতে হয় না। অথচ বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালে এর কার্যক্রম বন্ধ করে দিয়েছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ক্লিনিকগুলো আবার চালু করেছে।

মোদাচ্ছের আলী আরও বলেন, গ্রামের অন্তঃসত্ত্বা নারীদের সেবার জন্য কমিউনিটি ক্লিনিকগুলোকে কাজে লাগানো হবে। অনেক নারী অর্থের অভাবে যথাযথ সেবা পান না। তাঁদের বেসরকারি হাসপাতালে ছুটতে হয়। বর্তমান সরকার তাঁদের সেবা নিশ্চিত করার জন্য প্রতিটি ক্লিনিকে প্রসবকালীন ও প্রসব-পরবর্তী সেবা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছেন। এতে গ্রামের নারীরা সহজে ও কোনো রকম হয়রানি ছাড়াই কমিউনিটি ক্লিনিকে সন্তান প্রসব করতে পারবেন। অচিরেই দেশের সব ক্লিনিকে এই কার্যক্রম শুরু হবে। এ ছাড়া বাগমারার ভৌগোলিক সীমারেখা ও জনসংখ্যার ভিত্তিতে আরও ১০টি নতুন কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হবে।

সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ারের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্যসহায়তা ট্রাস্টের জাতীয় সমন্বয়ক শাহানা পারভীন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আবদুল মালেক মণ্ডলসহ স্থানীয় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ছয় শতাধিক সুবিধাভোগী উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য এনামুল হক বলেন, সঠিক সময়ে বর্তমান নির্বাচন কমিশনারের অধীন নির্বাচন অনুষ্ঠিত হবে। তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন হবে না। বিএনপির সব ষড়যন্ত্র রুখে দিয়ে আগামী নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে বর্তমান সরকারকে ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি।