নীলফামারীতে পাঁচ শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে চলছে স্বাস্থ্য অলিম্পিয়াড। আজ শুক্রবার সকাল নয়টার দিকে নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয় মিলনায়তনে এই অলিম্পিয়াড শুরু হয়।
যক্ষ্মার বিস্তার রোধ ও স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরিতে বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এই স্বাস্থ্য অলিম্পিয়াড। ইউএসএআইডি, আইসিডিডিআরবি ও প্রথম আলো এটির আয়োজন করছে। সহযোগিতায় আছে প্রথম আলো বন্ধুসভা।
আজ বেলুন উড়িয়ে অলিম্পিয়াডের উদ্বোধন করেন নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নলিনী কান্ত রায়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইসিডিডিআরবির কর্মসূচি কর্মকর্তা মো. চিশতিয়া আলম, আইসিডিডিআরবির নলেজ ম্যানেজমেন্ট ব্যবস্থাপক আজিয়া হোসাইন, একই প্রকল্পের ব্যবস্থাপক নওমি মান্নান, কর্মসূচি সহকারী সুভাশীষ রায়, সিভিল সার্জন কার্যালয়ের জ্যেষ্ঠ স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা আবদুল কাদের, প্রথম আলোর নীলফামারী প্রতিনিধি মীর মাহমুদুল হাসান, স্বাস্থ্য অলিম্পিয়াডের একাডেমিক দলের সদস্য আহসান হাবিব, নাজমুল হোসাইন, নীলফামারী বন্ধুসভার সভাপতি রুবি আক্তার, সহসভাপতি নিপুণ রায়, সাধারণ সম্পাদক আরিফ হোসেন ও অন্য বন্ধুরা।
নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয়, নীলফামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, এ আর ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, নীলফামারী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, রাবেয়া বালিকা বিদ্যা নিকেতন, নীলফামারী ক্যাডেট একাডেমি, নীলসাগর ক্যাডেট একাডেমিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০০ শিক্ষার্থী এ অলিম্পিয়াডে অংশ নিয়েছে।
উদ্বোধনের পর কুইজ ও উত্তরপত্র মূল্যায়নের কাজ চলছে। পাশাপাশি চলছে দেয়ালিকা প্রদর্শনী প্রতিযোগিতা। সেখানে বিচারকেরা শিক্ষার্থীদের তৈরি করা দেয়ালিকা দেখে বিচারকাজ পরিচালনা করছেন।