বগুড়ার শেরপুরে একটি প্রাইভেট কার পুকুরের পানিতে পড়ে দুজন যাত্রী নিহত হয়েছেন। উপজেলার খানপুর ইউনিয়নের চাঁদপুর মোড়ে আজ রোববার বেলা পৌনে একটায় এ দুর্ঘটনা ঘটে।
বেলা তিনটা পর্যন্ত নিহত দুজনের পরিচয় পাওয়া যায়নি। নিহত পুরুষের বয়স আনুমানিক ৩৫ ও নারীর বয়স ২৫ বছর।
প্রত্যক্ষদর্শী সেলিম রেজা বলেন, প্রাইভেট কারের চালক (ঢাকা মেট্রো খ-১২-৬০০৫) নিয়ন্ত্রণ হারিয়ে মোড়ের ডান পাশে পুকুরে উল্টে পড়ে। প্রাইভেট কারটি পুকুরের মধ্যে পড়ে যাওয়ার পরে গাড়ি উল্টে যায়। এ সময় গাড়ির ভেতর থাকা যাত্রীদের উদ্ধারের চেষ্টা করেন স্থানীয় লোকজন।
প্রত্যক্ষদর্শীরা আরও বলেন, প্রাইভেট কারটি যখন নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের মধ্যে পড়ে যায়, তখন চালক এবং চালকের বাঁ পাশে বসা অপর এক পুরুষ যাত্রী গাড়ি থেকে বের হয়ে সাঁতরে পাড়ে উঠে আসেন। এরপর তাঁরা পালিয়ে যান। ওই প্রাইভেট কারটি যখন গোপালপুরে ভেতর দিয়ে যখন আসছিল, তখন অনেকেই দেখেছে প্রাইভেট কারের ভেতরে পেছনের আসনে বসা দুজন কথা বলছিলেন।
উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা নাদির হোসেন বলেন, এই দুর্ঘটনার সংবাদ পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে পুকুরের মধ্যে ভাসমান প্রাইভেট কারের জানালা ভেঙে ওই দুজনের লাশ উদ্ধার করেছেন। ওই প্রাইভেট কারটি শেরপুরের করোতোয়া নদীর ধুনট রোডের মোড় থেকে গোপালপুর দিয়ে আসছিল। দুর্ঘটনার পরে প্রাইভেট কারটি অন্তত ২০ মিনিট ধরে পানির মধ্যে ভাসছিল। এ কারণে ওই দুজনের মৃত্যু হতে পারে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা বলেন, দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁরা নিহত ব্যক্তিদের পরিচয় জানার চেষ্টা করছেন।