পঞ্চগড়ে নৌকাডুবি

অবশেষে লাশ মিলেছে হিমালয়ের, মৃতের সংখ্যা দাঁড়াল ৬৯

পঞ্চগড়ের বোদা উপজেলায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হিমালয় চন্দ্র রায়ের লাশ আজ বুধবার উদ্ধার করা হয়েছে
ছবি : সংগৃহীত

মহালয়া অনুষ্ঠানে যোগ দিতে গত রোববার নববধূ বন্যা রানী রায়কে সঙ্গে নিয়ে নদী পার হওয়ার সময় নৌকাডুবিতে নিখোঁজ হওয়া হিমালয় চন্দ্র রায়ের লাশ অবশেষে উদ্ধার হয়েছে। এ নিয়ে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯।

আজ বুধবার বিকেল ৫টার দিকে পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়ার ঘাট এলাকায় করতোয়া নদীর পানির নিচে বালুচাপা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে। হিমালয়ের লাশ উদ্ধারের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ও এ ঘটনায় তদন্ত কমিটির প্রধান দীপঙ্কর রায়।

হিমালয় চন্দ্র রায়ের বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের খালপাড়া এলাকায়। তিনি ওই এলাকার বীরেন্দ্র নাথ রায়ের ছেলে। তিনি দিনাজপুর সরকারি কলেজে প্রাণিবিদ্যা বিভাগের স্নাতকোত্তরের ছাত্র ছিলেন। গত ৩ আগস্ট পাশের ঝলইশালশিরি ইউনিয়নের বড়ুয়াপাড়া এলাকার রবীন চন্দ্র রায়ের মেয়ে বন্যার সঙ্গে বিয়ে হয় হিমালয়ের।

এর আগে গত রোববার দুপুরে নৌকাডুবির ঘটনায় মঙ্গলবার সন্ধ্যা সাতটা পর্যন্ত  মৃতের সংখ্যা ছিল ৬৮। তবে এই দুর্ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে স্থানীয় লোকজনের সঙ্গে ফায়ার সার্ভিসের রংপুর, রাজশাহী ও কুড়িগ্রামের তিনটি ডুবুরি দল অভিযান চালিয়ে যাচ্ছিল।

এর আগে ৬৮ জনের লাশ মাড়েয়া আউলিয়ার ঘাট, দেবীগঞ্জ করতোয়া সেতু, দিনাজপুরের খানসামা সেতু ও বীরগঞ্জ এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

আজও নদীর পাড়ে স্বজনহারা মানুষ প্রিয়জনকে ফিরে পেতে নদীর ঘাটে অপেক্ষা করছেন। এ ছাড়া খবর পেয়ে পঞ্চগড় ও এর আশপাশের জেলাগুলো থেকে বিভিন্ন লোকজন নৌকাডুবির ঘটনাস্থলটি একবারের জন্য দেখতে আসছেন।
এর আগে গত রোববার ঘটনার দিন রাত ১১টা পর্য ন্ত ২৪ জনের লাশ, পরদিন সোমবার রাত ১১টা পর্যন্ত ২৬ জনের লাশ এবং তৃতীয় দিন মঙ্গলবার বিকেল পর্যান্ত ১৮ জনের লাশ উদ্ধার করা হয়েছিল। সর্বশেষ চতুর্থ দিনে এসে উদ্ধার হলো আরও একজনের লাশ। এখনো নিখোঁজ আছেন তিনজন।

এর আগে ৬৮ জনের লাশ মাড়েয়া আউলিয়ার ঘাট, দেবীগঞ্জ করতোয়া সেতু, দিনাজপুরের খানসামা সেতু ও বীরগঞ্জ এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

গত রোববার বেলা দেড়টার দিকে পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়ার ঘাট এলাকায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে।
নৌকাডুবির ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে ৩১ জন নারী, ১৭ জন পুরুষ ও ২১টি শিশু রয়েছে। তাঁদের মধ্যে ঘটনার দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আটজনের মৃত্যু হয়েছে। বাকিদের লাশ নদী থেকে উদ্ধার করেন স্থানীয় লোকজন ও ডুবুরিরা।

গত রোববার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বাজারের পাশে করতোয়া নদীর আউলিয়া ঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত একটি নৌকা বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছিল। ঘাট থেকে কিছুদূর যাওয়ার পর নৌকাটি ডুবে যায়।

গত রোববার থেকে নিখোঁজ হিমালয় চন্দ্র রায়কে ফিরে পেতে আউলিয়ার ঘাটে গঙ্গাপূজা করে আসছিলেন হিমালয়ের স্বজনেরা।