ভোলার লালমোহন উপজেলায় আজ রোববার দুপুরে দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে আটজন আহত হয়েছেন। লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের হাজি রশিদ আহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের লর্ডহার্ডিঞ্জ স্বাস্থ্যকেন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল আলম বলেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. আবুল হাসানের (চশমা প্রতীক) সমর্থক লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ও উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. জসিম উদ্দিন এবং বর্তমান ইউপি সদস্য মো. শাহাদাত হোসেন। অপর দিকে মো. জাকির হোসেনের (তালা প্রতীক) সমর্থক লর্ডহার্ডিঞ্জ ইউপির চেয়ারম্যান আবুল কাশেম। তফসিল ঘোষণার পর থেকে এ দুই পক্ষ একাধিকবার সংঘর্ষে জড়ায়।
লর্ডহার্ডিঞ্জ ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শাহাদাত হোসেন বলেন, এটা একতরফা হামলা। দুপুরের দিকে কেন্দ্রের দায়িত্বশীল ব্যক্তিরা খাবার খাওয়ার জন্য বিরতি নেন। তখন কেন্দ্র দখলের উদ্দেশ্যে কাশেম চেয়ারম্যানের লোকজন জড়ো হন। তাঁরা ককটেল ফোটাতে ফোটাতে কেন্দ্রে প্রবেশ করার চেষ্টা করেন। পরে তাঁর (শাহাদাত) কর্মী-সমর্থকেরা বাধা দিলে তাঁদের ওপর হামলা চালানো হয়।
লর্ডহার্ডিঞ্জ ইউপির চেয়ারম্যান আবুল কাশেম বলেন, কেন্দ্রের বাইরে একটু পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। অন্য কিছু নয়।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. সগির বলেন, বেলা আড়াইটার দিকে কেন্দ্রের সামনের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপর তালা ও চশমা প্রতীকের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে বলে শুনেছেন। এ সময় তাঁর কানে কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ আসে। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। তবে কেন্দ্রের ভেতরে কোনো অপ্রীতিকর কিছু না হওয়ায় বিস্তারিত কিছু বলতে পারবেন না।