কোটা সংস্কার আন্দোলনে গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তিসহ ৯ দফা দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা শহরে
কোটা সংস্কার আন্দোলনে গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তিসহ ৯ দফা দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা শহরে

সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ ও সড়ক অবরোধ

কোটা সংস্কার আন্দোলনে গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তিসহ ৯ দফা দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের খুলনা রোড মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের নিউমার্কেট মোড় অবরোধ করে। এরপর খুলনা রোড মোড়ে গিয়ে সমাবেশে করেন আন্দোলনকারীরা।

সেখানে আন্দোলনকারীদের পক্ষে ইসমাইল হোসেনসহ তিনজন বক্তব্য দেন। বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করেন। এ সময় কোটা আন্দোলনে ঢাকার উত্তরায় নিহত সাতক্ষীরার আসিফ হাসানের নামের সাতক্ষীরার খুলনা রোড মোড়কে আসিফ চত্বর নামকরণের দাবি জানান।

প্রায় এক ঘণ্টা সাতক্ষীরা-যশোর সড়ক, সাতক্ষীরা-খুলনা সড়ক, সাতক্ষীরা-কালীগঞ্জ সড়ক ও সাতক্ষীরা-আশাশুনি সড়ক অবরোধ করে নানা স্লোগান দেন আন্দোলনকারীরা। বেলা সোয়া একটার দিকে তাঁরা মিছিলসহ সাতক্ষীরা শহরের নারকেলতলা মোড়ে গিয়ে তাঁদের কর্মসূচি শেষ করেন। বিক্ষোভ মিছিলে পুলিশ, বিজিবিসহ প্রশাসনের সদস্যরা উপস্থিত থাকলেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশ আন্দোলনকারীদের কোনো বাধা দেয়নি।