ফেনীতে একটি গরুর খামারের কর্মীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে তিনটি গরু লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। নিহত খামারকর্মীর নাম মো. ইয়াসিন সোহাগ (২৩)। তিনি ময়মনসিংহের গৌরীপুরের আবদুস সামাদের ছেলে। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সদর উপজেলার কালিদহ ইউনিয়নের পশ্চিম সিলোনিয়া গ্রামের ভূঞা ডেইরি খামারে এ হত্যা ও লুটের ঘটনা ঘটেছে। নিহত সোহাগ ওই খামারের একজন কর্মচারী ছিলেন।
পুলিশ ও খামারমালিকের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল দিবাগত রাত সাড়ে তিনটার দিকে একদল দুর্বৃত্ত ভূঞা ডেইরি খামারে হানা দেয়। এ সময় টের পেয়ে খামারের দুজন কর্মী বেরিয়ে আসেন। গরু লুটে বাধা দেওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা খামারকর্মী সোহাগকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। এরপর খামারের তিনটি গরু পিকআপে তুলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে অজ্ঞাতনামা স্থানের দিকে চলে যায় দুর্বৃত্তরা।
এদিকে খামারকর্মী সোহাগকে স্থানীয় লোকজন উদ্ধার করে ফেনী সদর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঘটনা জানার পর ফেনী সদর মডেল থানার উপপরিদর্শক মো. আলমগীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। ভূঞা ডেইরি খামারের মালিক মোহাম্মদ মামুন উদ্দিন ভূঁইয়া বলেন, ফেনীতে সাম্প্রতিক সময়ে ভয়াবহ বন্যার পর তিনি আবারও নতুন করে ঘুরে দাঁড়ানোর জন্য খামারে ১০টি গরু তুলেছিলেন। দুজন কর্মী গরুগুলো দেখাশোনা করেন। গত রাতে তাঁর চুরি হওয়া ৩টি গরুর মূল্য ৩ লাখ ৮০ হাজার টাকা।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মর্ম সিংহ ত্রিপুরা জানান, গরুচোরদের হাতে একজন খামারকর্মী মারা গেছেন। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ওই চোরের দলকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছে।