রাঙামাটি শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশন রাঙামাটি শাখার উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলন। আজ দুপুরে
রাঙামাটি শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশন রাঙামাটি শাখার উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলন। আজ দুপুরে

সংবাদ সম্মেলন

রাঙামাটিতে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের বহাল রাখার দাবি

রাঙামাটির জেলার ৫০টি ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যদের নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলনে করা হয়েছে। আজ রোববার সকালে রাঙামাটি শহরের জেলা শিল্পকলা একাডেমির হলরুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের রাঙামাটি শাখার সভাপতি ও সুবলং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক বাপ্পি চাকমা, বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউপির চেয়ারম্যান আপন চাকমা, খেদারমারা ইউপির চেয়ারম্যান বিল্টু চাকমা, বাঙালহালিয়া ইউপির চেয়ারম্যান আদু মং মারমা, সাজেক ইউপির সদস্য পরিচয় চাকমা প্রমুখ।

বক্তারা বলেন, দুর্গম ও প্রত্যন্ত এলাকায় সুবিধাবঞ্চিত মানুষ স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা পেয়ে থাকেন। জন্মনিবন্ধন, প্রত্যয়নপত্রের মতো সেবাও ইউপি কার্যালয় থেকে নিতে হয়। এ ছাড়া ইউপি চেয়ারম্যান ও সদস্যরা সামাজিক বিভিন্ন ঝগড়াবিবাদ সমাধান করে আসছেন। দুর্গম গ্রামগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেও কাজ করেন তাঁরা।

সংবাদ সম্মেলনে রাঙামাটির ৫০টি ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যদের নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত বহাল রাখার দাবি জানান বক্তারা।