সুনামগঞ্জের তাহিরপুরে সিগারেট বাকি না দেওয়াকে কেন্দ্র করে দোকানিকে এক ব্যক্তি কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার উপজেলার হোসনারঘাট এলাকায় এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের ঘটনায় ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
নিহত দোকানির নাম এমরান মিয়া (২২)। তিনি একই এলাকার সাজিদ মিয়ার ছেলে। এমরান মিয়াকে হত্যার অভিযোগে আটক ব্যক্তির নাম লিটন মিয়া (৩৪)। তিনি হোসনারঘাট এলাকার বিল্লাল মিয়ার ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার হোসনারঘাট এলাকায় বসতঘরের সামনের দিকে একটি ছোট কক্ষে দোকান এমরানের। একই গ্রামের লিটন মিয়া সেই দোকান থেকে বাকিতে চা-সিগারেট খেতেন। কিন্তু বাকির টাকা না দেওয়ায় প্রায় সময় দুজনের মধ্যে কথা–কাটাকাটি হতো। এমরান আর লিটনকে বাকি দিতে রাজি হননি।
আজ শুক্রবার সকাল আটটার দিকে লিটন আবার সিগারেট নিতে আসেন। কিন্তু এমরান বাকিতে সিগারেট দেননি। এ নিয়ে আবার দুজনের মধ্যে কথা–কাটাকাটি হয়। এতে ক্ষুব্ধ হন লিটন। পরে বাড়ি থেকে দা নিয়ে এসে এমরানকে দোকানের ভেতর এলোপাতাড়ি কোপান। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। ঘটনার পর লিটন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাদাঘাট এলাকা থেকে তাঁকে আটক করে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত লিটন পুলিশ হেফাজতে আছে। মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।