সাবেক কৃষিমন্ত্রী আবদুস শহীদ গ্রেপ্তার হওয়ায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আনন্দমিছিল করেছে বিএনপি। আজ বুধবার
সাবেক কৃষিমন্ত্রী আবদুস শহীদ গ্রেপ্তার হওয়ায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আনন্দমিছিল করেছে বিএনপি। আজ বুধবার

সাবেক কৃষিমন্ত্রীর গ্রেপ্তারের খবরে শ্রীমঙ্গলে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

মৌলভীবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী আবদুস শহীদ গ্রেপ্তার হওয়ায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আনন্দমিছিল করেছে বিএনপি।

আজ বুধবার দুপুরে শ্রীমঙ্গল বিএনপি নেতা পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরীর অনুসারীরা পৃথক দুটি আনন্দমিছিল বের করেন। এ সময় বিএনপির নেতা-কর্মীরা আবদুস শহীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

আনন্দমিছিল শেষে বিএনপি নেতারা বলেন, সাবেক কৃষিমন্ত্রী বিনা ভোটের এমপি হয়ে বিএনপির নেতা-কর্মীদের ওপর অনেক অত্যাচার, মামলা-হামলা করিয়েছেন। অবৈধভাবে অনেক টাকার মালিক হয়েছেন। গতকাল তিনি যখন গ্রেপ্তার হন, তখন নগদ টাকাসহ প্রায় ২০ কোটি টাকা মূল্যের সোনা ও বিদেশি মুদ্রা তাঁর কাছে পাওয়া গেছে। সরকারের কাছে দাবি জানাই আবদুস শহীদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়।’

আনন্দমিছিলে বিএনপি নেতারা বলেন, ‘আবদুস শহীদ ক্ষমতা কাজে লাগিয়ে নিজে মুক্তিযোদ্ধা তালিকায় নাম লিখিয়েছেন, তাঁর আপন ভাইকেও মুক্তিযোদ্ধা বানিয়েছেন। কিন্তু উনি ভুয়া। সরকারকে এসব বিষয় খতিয়ে দেখতে হবে।’

এর আগে গতকাল মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।