ময়মনসিংহের ভালুকা উপজেলায় বাসের চাপায় এক তরুণ নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ভালুকা পল্লী বিদ্যুতের কার্যালয়ের সামনে ঢাকা-ময়মনসিংহ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম সাকিব হাসান ওরফে পিয়াস। তিনি উপজেলার নায়েবের বাজার এলাকার সুরুজ মিয়ার ছেলে। সাকিব সম্প্রতি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করে চাকরির জন্য চেষ্টা করছিলেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, আজ সকালে মোটরসাইকেলে উপজেলার সিডস্টোর বাজার থেকে বাড়িতে ফিরছিলেন সাকিব। ভালুকা পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে পৌঁছালে ময়মনসিংহগামী একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
ভালুকা হাইওয়ে পুলিশের পরিদর্শক রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, চালকসহ বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। নিহত তরুণের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।