সারের দাবিতে রংপুরের পীরগঞ্জে কৃষকদের বিক্ষোভ

রংপুরের পীরগঞ্জ বাজারে সারের দাবিতে রংপুর–ঢাকা মহাসড়ক অবরোধ করেন কৃষকরা। আজ সকালে
ছবি: সংগৃহীত

রংপুরের পীরগঞ্জে ইউরিয়া সারের দাবিতে বিক্ষোভ করেছেন কৃষকেরা। আজ শনিবার সকালে রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জ বাজারে বিক্ষোভ করেন তাঁরা। বিক্ষোভ চলাকালে সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত পীরগঞ্জে রংপুর-ঢাকা মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন কৃষকেরা।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আজ সকাল সাড়ে নয়টার দিকে স্থানীয় কয়েক শ কৃষক উপজেলা পরিষদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। সকাল ১০টার দিকে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করেন তাঁরা। এতে মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে ঘটনাস্থলে পুলিশ আসে। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করেন কৃষকেরা। আধা ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

সকাল ১০টার দিকে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করেন তাঁরা। আধা ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

কৃষকেরা বলেন, বাজারে ইউরিয়া সার পাওয়া যাচ্ছে না। অনাবৃষ্টির কারণে আমন চাষ পিছিয়েছে। বর্তমানে বৃষ্টি হওয়ায় ইউরিয়া সারের প্রয়োজন। জমিতে সার দিতে না পারলে ফসল ভালো না হওয়ার শঙ্কা রয়েছে। তাই ইউরিয়া সারের দাবিতে কৃষকেরা বিক্ষোভ সমাবেশ করতে বাধ্য হয়েছেন।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আউয়াল বলেন, গতকাল শুক্রবার দোকানপাট বন্ধ থাকায় কৃষকদের সার পেতে কষ্ট হয়। আজ দোকানপাট খুলতেও কিছুটা দেরি হয়েছে বলে কৃষকেরা ক্ষুব্ধ হয়েছেন। ১ হাজার ৩০০ বস্তা সার বিক্রি হয়েছে। এখনো অবশিষ্ট ৩০০ বস্তা আছে। সারের কোনো সংকট নেই। বিক্ষুব্ধ কৃষকেরা মহাসড়কে সামান্য সময় বিক্ষোভ করলেও তাঁরা অবরোধ তুলে নিয়েছেন। কোনো অপ্রীতকর ঘটনা ঘটেনি। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।