বিদ্যুৎস্পৃষ্ট
বিদ্যুৎস্পৃষ্ট

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নিরাপত্তাকর্মীর মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে বিজয় দিবস উপলক্ষে পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গীর পাগাড় ফকির মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন নওগাঁর নিয়ামতপুর উপজেলার বালিচান গ্রামের মো. আয়নাল হক (৪৫) ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাজলা গ্রামের আশরাফুল ইসলাম (৪৫)। তাঁরা দুজনই ফকির মার্কেট এলাকার ‘আইএফএল’ নামের পোশাক কারখানার একটি নির্মাণাধীন ভবনের নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন। তাঁরা টঙ্গীর পাগাড় এলাকায় ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতেন বলে জানা গেছে।

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আয়নাল ও আশরাফুল প্রতিদিনের মতো আজ সকাল থেকে ওই ভবনে দায়িত্ব পালন করছিলেন। সকাল সাড়ে ৭টার দিকে মহান বিজয় দিবস উপলক্ষে বাসার সামনে জাতীয় পতাকা টাঙাতে যান তাঁরা। খুঁটি হিসেবে ব্যবহার করেন লোহার তৈরি রড। এর মধ্যে হঠাৎ করেই তাঁদের ব্যবহৃত রডটি পাশের একটি বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে যায়। এতে দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হন। দ্রুত তাঁদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক কায়সার হাসান বলেন, আয়নাল ও আশরাফুল দুজনে মিলে রডটিতে পতাকা টাঙাতে চেয়েছিলেন। অসাবধানতাবশত রডটি বৈদ্যুতিক তারে লেগে যায়। এতে দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। তাঁরা খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করেছেন। এ ঘটনায় পরিবারের সঙ্গে পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।