ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ব্রহ্মপুত্র নদে ডুবে যেতে থাকা একজন কিশোরকে বাঁচাতে ঝাঁপ দেয় আরেক কিশোর। এতে দুজনেই ডুবে মারা গেছে।
সোমবার দুপুরের এ ঘটনায় সন্ধ্যায় দুজনের লাশ উদ্ধার করেছে ময়মনসিংহের ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পীরজাদা শেখ মোস্তাছিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় লোকজন জানিয়েছেন, নিহত একজনের নাম পৃথিবী (১৩)। সে উপজেলার রাজীবপুর ইউনিয়নের চরনওপাড়া সীমারবুক গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ও উপজেলার উচাখিলা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। অপরজন একই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ফয়সাল মিয়া (১৬)। সে একই গ্রামের মো. আবদুল কাদিরের ছেলে।
স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে উচাখিলা ইউনিয়নের মরিচার চর বালুরঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে কিশোর পৃথিবী। একপর্যায়ে সে সাঁতরে নদ পাড়ি দেওয়ার চেষ্টা করে। কিন্তু নদের ঘূর্ণিস্রোতে তলিয়ে যেতে থাকে পৃথিবী।
অপর কিশোর ফয়সাল ওই সময় বালুর ঘাট থেকে নৌকায় চড়ে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিচ্ছিল। নৌকা থেকে সে পৃথিবীর ডুবে যাওয়ার দৃশ্য দেখে তাকে বাঁচানোর জন্য নদে ঝাঁপ দেয়। কিছুক্ষণের মধ্যে দুজনই নদের পানিতে তলিয়ে যায়। নৌকায় থাকা যাত্রীরা চিৎকার দিলে নদের তীরে থাকা একাধিক ব্যক্তি তাদের উদ্ধারে নেমে ব্যর্থ হন।
পরে ঈশ্বরগঞ্জ ও ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল এসে উদ্ধার অভিযানে নামে। সন্ধ্যার পর প্রথমে পৃথিবীর লাশ উদ্ধার করা হয়। এর ঘণ্টাখানেক পর ফয়সালের লাশ উদ্ধার করে ডুবুরি দল।