বগুড়া রেলওয়ে স্টেশনমাস্টার ও বুকিং সহকারীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে করা মামলায় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম প্রসেনজিৎ রায় ওরফে সঞ্জিত (৩৮)। তিনি বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
শনিবার বিকেলে শহরের রেলওয়ে হকার্স মার্কেট এলাকা থেকে প্রসেনজিৎকে গ্রেপ্তার করা হয়। তিনি বগুড়া শহরের সেউজগাড়ি পালপাড়া এলাকার মৃত গোপাল চন্দ্রের ছেলে।
জিআরপি পুলিশের বগুড়া স্টেশন ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, বগুড়া রেলস্টেশনের মাস্টার সাজেদুর রহমানকে হুমকি দেওয়ার মামলায় প্রসেনজিৎ প্রধান আসামি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাঁকে আদালতে হাজির করা হবে।
মামলা সূত্রে জানা গেছে, সম্প্রতি বগুড়া রেলওয়ে কর্মচারী কল্যাণ ট্রাস্ট মার্কেটে নকশাবহির্ভূত দোকান ভাঙা হয়। এর জেরে গত ২৪ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া রেলস্টেশনে দায়িত্ব পালনকালে স্টেশনমাস্টার সাজেদুর রহমান এবং বুকিং সহকারী রায়হান কবীরকে হত্যার হুমকি দেন আসামিরা।
এ ঘটনায় সাজেদুর রহমান বাদী হয়ে প্রসেনজিৎসহ তিনজনের নামোল্লেখসহ ১১ জনের বিরুদ্ধে রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ দেন। পরে এটি জিআরপি থানায় মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।
জানতে চাইলে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান প্রথম আলোকে বলেন, কারও ব্যক্তিগত অপকর্মের দায় সংগঠন নেবে না। প্রসেনজিৎ রায়ের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।