স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় খোকন আইসিইউতে

স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় ফজলে স্বাধীন খোকন
ছবি: সংগৃহীত

স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় ফজলে স্বাধীন খোকন (৭২) গুরুতর অসুস্থ। সংকটাপন্ন অবস্থায় তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।

ফজলে স্বাধীন খোকন বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছেন। এসব সমস্যার কারণে সম্প্রতি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ১১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত তিনি আইসিইউতে ছিলেন। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাঁকে সাধারণ ওয়ার্ডে দেওয়া হয়। এরপর ছাড়পত্র নিয়ে গত শুক্রবার তিনি বাড়িতে ফেরেন। পরদিনই অবস্থার অবনতি হলে আবার হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেই থেকে তিনি হাসপাতালের আইসিইউতেই আছেন।

ফজলে স্বাধীন খোকনের শারীরিক অবস্থা ভালো নয় বলে জানিয়েছেন চিকিৎসকেরা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইনচার্জ আবু হেনা মোস্তফা কামাল বলেন, খোকনকে প্রথম দফায় যখন আইসিইউতে রাখা হয়েছিল, তখন পুরোটা সময়ই লাইফ সাপোর্টের প্রয়োজন হচ্ছিল। দ্বিতীয় দফায় ভর্তির পর মাঝেমধ্যে লাইফ সাপোর্ট দিতে হচ্ছে। তবে শারীরিক অবস্থা ভালো নয়। ডায়াবেটিস, শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপ, লবণের স্বল্পতাসহ বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছেন এই বীর মুক্তিযোদ্ধা। এ ছাড়া তিনি একবার স্ট্রোকেও আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসার মাধ্যমে তাঁকে সুস্থ করে তুলতে চিকিৎসকেরা সর্বাত্মক চেষ্টা করছেন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় দেশের শীর্ষ ফুটবলাররা গঠন করেছিলেন স্বাধীন বাংলা ফুটবল দল। এই দলে রাজশাহী থেকে একমাত্র সদস্য ছিলেন ফজলে স্বাধীন খোকন।

স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু আজ সোমবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জাকারিয়া পিন্টুর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

নিজেদের পায়ের ফুটবলে দেশের মানুষের মুক্তির পক্ষে বিশ্বজনমত তৈরি করেছিল এই স্বাধীন বাংলা ফুটবল দল। দলটি ভারতের বিভিন্ন রাজ্যে ১৬টি ম্যাচে অংশ নিয়েছিল। এর ১২টিতেই জিতেছিল দলটি। ওই ম্যাচের টিকিট বিক্রির অর্থ স্বাধীন বাংলা ফুটবল দল তুলে দিয়েছিল মুক্তিযুদ্ধকালীন প্রবাসী বাংলাদেশ সরকারের তহবিলে।