সাতকানিয়ার খাগরিয়ায় আলোচিত অস্ত্রবাজির মামলার আসামি সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জসিম উদ্দিনকে (৫৬) গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার রাত দেড়টার দিকে নগরের কোতোয়ালি থানা এলাকার একটি বাসা থেকে জসিমকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে অস্ত্রবাজি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার ঘটনায় ১৩টি মামলা রয়েছে।
২০২২ সালের ৭ ফেব্রুয়ারি খাগরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগ্নেয়াস্ত্র হাতে চেয়ারম্যান প্রার্থী জসিমসহ তাঁর অনুসারীরা গোলাগুলিতে জড়ান। জসিম উদ্দিনের বিপক্ষে ছিলেন আওয়ামী লীগ প্রার্থী আকতার হোসেন। আকতারের বিরুদ্ধেও অস্ত্র হাতে গোলাগুলির অভিযোগ রয়েছে।
জসিম উদ্দিন একসময় খাগরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন। পরে তিনি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হন। এরপর তিনি লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সমর্থনে সেবার নির্বাচনে অংশ নিয়েছিলেন। নির্বাচনের দিন ব্যাপক গোলাগুলি হয় খাগরিয়ায়। ওই ঘটনার পর দুটি কেন্দ্র স্থগিত ঘোষণা করা হয়েছিল। এ ঘটনার পর জসিম ও আকতারের বিরুদ্ধে একাধিক মামলা হয়। এর মধ্যে অস্ত্রবাজির একটি মামলায় প্রধান আসামি জসিম উদ্দিন।
সাবেক ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দিন খাগরিয়া এলাকার নিয়াজুর রহমানের ছেলে। তিনি ওই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।
অতিরিক্ত উপপুলিশ কমিশনার তারেক আজিজ বলেন, জসিমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁকে রাতে গ্রেপ্তার করা হয়েছে। অস্ত্রবাজি, বৈষম্যবিরোধী আন্দোলনে সহিংসতার কারণে মামলাগুলো হয়।
৫ আগস্ট পটপরিবর্তনের পর এলাকায় প্রতিপক্ষদের ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগও রয়েছে জসিম উদ্দিনের বিরুদ্ধে।