ফেনীতে ঘরে অগ্নিকাণ্ডে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে ফেনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বিরিঞ্চি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্বজনদের দাবি, পূর্ববিরোধের জেরে ঘরে আগুন দিয়ে দুই শিশুকে হত্যা করা হয়েছে।
মারা যাওয়া দুই শিশু হলো বিরিঞ্চি এলাকার মুহাম্মদ রনি হোসেনের ছেলে মাইদুল ইসলাম ওরফে শাহাদাত (১৩) ও রাহাদুল ইসলাম ওরফে গোলাপ (৬)।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ২টার দিকে রনি হোসেনের বাড়িতে আগুন লাগে। বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলে রনির বড় ছেলে মাইদুলের দগ্ধ লাশ খাটের ওপরে পাওয়া যায়। আর ছোট ছেলে রাহাদুলকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সেও মারা যায়।
রনি হোসেনের দাবি, কিছুদিন আগে তাঁর পারিবারিক কবরস্থানে অনুমতি ছাড়া প্রতিবেশী জনি ও আনোয়ার তাঁদের এক স্বজনের লাশ দাফন করতে গেলে কথা-কাটাকাটি হয়। এর পর থেকেই তাঁরা হুমকি দিয়ে আসছিলেন। এই বিরোধের জেরেই পেট্রল ঢেলে তাঁর ঘরে আগুন লাগিয়ে দুই ছেলেকে হত্যা করা হয়েছে। তিনি এর বিচার চান।
ঘটনার পর থেকে জনি ও আনোয়ার পলাতক। এ বিষয়ে তাঁদের বক্তব্য নেওয়া যায়নি।
ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশনমাস্টার মো. জাকির হোসেন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন সেখানে পৌঁছার আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, শিশু দুটির লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।