নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরে নববর্ষ উদ্যাপনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় হৃদয় (২০) নামের এক তরুণ খুন হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ফতুল্লার পাগলা বউ বাজার রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত হৃদয় নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার পাগলা বউ বাজার এলাকার হাবিব মিয়ার ছেলে। আহত ব্যক্তিরা হলেন সানি (২০), আপন (২১) ও রাব্বি (২৫)। তাঁদের পুরো নাম ও পরিচয় পাওয়া যায়নি। হাবিব মিয়া তাঁর ছেলের হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গতকাল দিবাগত রাত সোয়া ১২টার দিকে সদর উপজেলার ফতুল্লা থানার পাগলা বউ বাজার রেলস্টেশন এলাকায় হৃদয় ও তাঁর বন্ধুরা নববর্ষ উদ্যাপন করছিলেন। এ সময় পূর্বশত্রুতার জেরে একই এলাকার সাত থেকে আটজন এসে তাঁদের মারধর করেন এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যান। আহত ব্যক্তিদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার পরপরই ঘটনাস্থলে নারায়ণগঞ্জের র্যাব-১১ ও ফতুল্লা মডেল থানা-পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ছুরিকাঘাতে হৃদয় নামের এক তরুণের মৃত্যু হয়েছে। আহত তিনজন চিকিৎসা নিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি শরিফুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।