রাজশাহী শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রে ‘আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ’ নামে একটি অনুচ্ছেদ (প্যারাগ্রাফ) ইংরেজি প্রথম পত্র ও দ্বিতীয় পত্রেও এসেছে। তবে দুটি প্রশ্নের ভিন্নভাবে উত্তর চাওয়া হয়েছে। দ্বিতীয় পত্রে অনুচ্ছেদটি লিখতে বলা হয়েছে। আর প্রথম পত্রে একই অনুচ্ছেদ লেখার সাতটি প্রশ্ন দেওয়া হয়েছে। প্রশ্নগুলোর উত্তর দিলেই অনুচ্ছেদটির বিষয়বস্তু দাঁড়িয়ে যায়।
ইংরেজি প্রথম পত্র পরীক্ষাটি ৩ মে এবং দ্বিতীয় পত্র পরীক্ষা গতকাল রোববার অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালেই শিক্ষার্থীদের মুখে মুখে বিষয়টি ছড়িয়ে পড়ে। ইংরেজি প্রথম পত্রে পার্ট-বি অংশের ৫০ নম্বরের মধ্যে অনুচ্ছেদটিতেই রয়েছে ১৪ নম্বর। প্রশ্নে বলা হয়েছে, ‘আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ’ প্যারাগ্রাফটি লিখতে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রতিটি প্রশ্নের জন্য রয়েছে দুই নম্বর করে। প্রশ্নগুলো হচ্ছে স্বাধীনতার প্রতীক কী? এর (জাতীয় পতাকা) পরিমাপ কত? এটা কী দিয়ে তৈরি হয়? এর রং কী কী? এর সবুজ রং দিয়ে কী বোঝায়? লাল রং দিয়ে কী বোঝায়? কীভাবে আমরা এর সম্মান তুলে ধরতে পারি?
ইংরেজি দ্বিতীয় পত্রে একইভাবে পার্ট-বি অংশে প্রশ্নটি রয়েছে। এই পার্টে ৪০ নম্বরের মধ্যে অনুচ্ছেদটিতে রয়েছে ১৫ নম্বর। এই পার্টের ১২ নম্বর প্রশ্নে ‘আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ’ প্যারাগ্রাফটি লিখতে বলা হয়েছে। একই বিষয়ে দুটি অনুচ্ছেদ নিয়ে প্রশ্ন হওয়ায় শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের মধ্যে নানা আলোচনা হচ্ছে।
এ ব্যাপারে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, ‘প্রথম কথা হচ্ছে, প্রশ্নটি রাজশাহী বোর্ডের তৈরি করা নয়। কোন বোর্ড, কোন প্রশ্নে পরীক্ষা নেবে, তা লটারির মাধ্যমে ঠিক করা হয়। তবে নিজের বোর্ডের প্রশ্নটি লটারির সময় বাদ রাখা হয়। যাতে নিজের বোর্ডের করা প্রশ্ন তারা না পায়। আরেকটি বিষয় হচ্ছে, প্রথম পত্রের প্রশ্ন যে শিক্ষকেরা করেন, তাঁরা কোনোভাবে দ্বিতীয় পত্রের প্রশ্নের সঙ্গে তা মিলিয়ে দেখার সুযোগ পান না। এ কারণে একটি প্যারাগ্রাফ দুই পত্রে পড়েছে। দেখার সুযোগ থাকলে এটা হতো না।’