কিশোরগঞ্জে বুধবার আধা বেলা হরতাল ডেকেছে বিএনপি

কুলিয়ারচরে পুলিশ ও বিএনপির সংঘর্ষে নিহত রিফাত উল্লাহর স্ত্রী রাজিয়া সুলতানা একমাত্র মেয়েকে কোলে নিয়ে বিলাপ করছেন। আজ দুপুরে বড় ছয়সূতি দক্ষিণপাড়ায়
ছবি: প্রথম আলো

বিএনপির ডাকা অবরোধের প্রথম দিনে কিশোরগঞ্জের কুলিয়ারচরে সংঘর্ষের সময় উপজেলা ছাত্রদল নেতা রেফায়েত উল্লাহ (২৩) ও ছয়সূতি ইউনিয়ন কৃষক দলের সভাপতি বিল্লাল মিয়ার (৩০) মৃত্যুর প্রতিবাদে আগামীকাল বুধবার আধা বেলা হরতাল ডেকেছে জেলা বিএনপি।

আজ মঙ্গলবার রাতে জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক মো. শহীদুল্লাহ কায়সার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের পতনের এক দফা দাবি ও মহাসমাবেশে পরিকল্পিত হামলার প্রতিবাদে বিএনপির ডাকা ৭২ ঘণ্টা অবরোধের আজ প্রথম দিনে কিশোরগঞ্জের কুলিয়ারচরে শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়েছে পুলিশ। পুলিশের গুলিতে নিহত হন উপজেলা ছাত্রদল নেতা রেফায়েত উল্লাহ ও ছয়সূতি ইউনিয়ন কৃষক দল সভাপতি বিল্লাল মিয়া এবং আহত হন দুই শতাধিক নেতা-কর্মী। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা বিএনপি আগামীকাল কিশোরগঞ্জ জেলায় সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত আধা বেলা সর্বাত্মক হরতাল আহ্বান করে।

কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ বলেন, তাঁদের দুজন নেতাকে হত্যার প্রতিবাদে আধা বেলা হরতাল আহ্বান করেছেন। শান্তিপূর্ণভাবে হরতাল পালনের জন্য কিশোরগঞ্জবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে দুজন নিহত হন। বিএনপির দাবি, পুলিশের গুলিতে তাদের দুজন নিহত হয়েছেন। আজ সকাল আটটার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ছয়সূতি বাসস্ট্যান্ডে এ ঘটনায় পুলিশসহ বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন। এ ছাড়া অবরোধের সময় ভৈরব-ময়মনসিংহ সড়কের সদরের চৌদ্দশত, কাতিয়ারচর এলাকাসহ কয়েকটি জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় বিএনপির নেতা-কর্মীদের। এতে দুই পক্ষের কয়েকজন আহত হন। পুলিশ ২০টি ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।