ঈশ্বরদী-রহনপুর-চাঁপাইনবাবগঞ্জ রুটে আবারও ট্রেন চলাচল শুরু

লোকাল ট্রেন আইআর চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশন থেকে ঈশ্বরদীর উদ্দেশে ছেড়ে যায়। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় রহনপুর স্টেশনে
 ছবি: সংগৃহীত

ঈশ্বরদী-রহনপুর-চাঁপাইনবাবগঞ্জ রুটে আবারও লোকাল ট্রেন চলাচল শুরু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় রহনপুর স্টেশন থেকে ঈশ্বরদীর উদ্দেশে একটি ট্রেন ছেড়ে যায়। ভিডিও কলে সংযুক্ত হয়ে ট্রেন চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম।

এ উপলক্ষে গতকাল বিকেল সাড়ে পাঁচটায় রহনপুর স্টেশনের প্ল্যাটফর্মে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুজিয়াউর রহমান, সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ন রেজা প্রমুখ। বক্তারা বলেন, এ অঞ্চলের মানুষের দাবির পরিপ্রেক্ষিতে এ রুটে করোনাকালে বন্ধ থাকা লোকাল ট্রেনটি আবারও চালুর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

রহনপুর স্টেশনের মাস্টার শহীদুল ইসলাম বলেন, করোনাকালে ২০২০ সালের ২৩ মার্চ ট্রেনটি বন্ধ হয়ে যায়। গতকাল সন্ধ্যায় আইআর (ঈশ্বরদী-রহনপুর) নামে পরিচিত ট্রেনটি রহনপুর স্টেশন থেকে ছেড়ে গেছে।

ট্রেনটির যাত্রী গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি গ্রামের বাসিন্দা ও রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. শাহরিয়ার প্রথম আলোকে বলেন, ট্রেনটি দীর্ঘদিন বন্ধ থাকায় রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমস্যা হচ্ছিল। আবার এই রুটে ট্রেন চলাচল শুরু হওয়ায় তিনি আনন্দিত। এতে ট্রেনে মাত্র ২০ টাকায় সরাসরি রাজশাহী যেতে পারছেন।

রেলওয়ের পশ্চিমাঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. আব্দুল আওয়াল বলেন, এখন থেকে নিয়মিত আগের সময়সূচি অনুযায়ী, এই রুটে ট্রেন চলাচল করবে। এ বিষয়ে রেলের সংশ্লিষ্ট বিভাগ প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করেছে।

রেলওয়ে সূত্র জানায়, ঈশ্বরদী-রাজশাহী-রহনপুর-চাঁপাইনবাবগঞ্জ রুটে চলাচল করা আইআর লোকাল ট্রেনে পাঁচটি যাত্রীবাহী ও একটি মালবাহী কোচ রয়েছে। ট্রেনটি ঈশ্বরদী থেকে ছাড়বে ভোর ৪টায়, রহনপুর পৌঁছাবে সকাল ৮টা ৩০ মিনিটে। এরপর ট্রেনটি বিকেল সোয়া ৫টার দিকে রহনপুর থেকে ঈশ্বরদীর উদ্দেশে ছেড়ে যাবে। ট্রেনটি ঈশ্বরদী পৌঁছাবে রাত ১১টা ২০ মিনিটে।