বরগুনায় বিষখালী নদীতে কয়েকজন জেলের জালে ২৬ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়েছে। রোববার দুপুরে বেতাগী উপজেলার সরিষামুড়ি ভোরা এলাকার ওই জেলেদের জালে মাছটি ধরা পড়ে।
পরে মাছটি বরগুনা পৌর শহরের মাছবাজারে নেওয়া হলে সালাম নামের একজন মাছ ব্যবসায়ী সেটি ২৫ হাজার ৫০০ টাকায় কিনে নেন। এরপর তিনি এলাকায় মাইকিং করে ১৩টি ভাগ দিয়ে ২৬ হাজার টাকায় মাছটি বিক্রি করেন।
খবর পেয়ে মাছটি দেখার জন্য স্থানীয় লোকজন ওই মাছবাজারে ভিড় করেন। সেখানে উপস্থিত জাহিদ নামের এক ব্যক্তি প্রথম আলোকে বলেন, ‘আমার জীবনে এত বড় কোরাল মাছ আর দেখিনি। তা–ও আবার বিষখালী নদীতে ধরা পড়েছে মাছটি। এর স্বাদই হবে আলাদা।’
জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব প্রথম আলোকে বলেন, বিভিন্ন সময় নিষেধাজ্ঞা এবং অবৈধ জাল দিয়ে মাছ শিকার বন্ধ থাকায় নদ-নদীতে মাছ বেড়েছে। এর সুফল হিসেবে এত বড় কোরাল মাছ ধরা পড়েছে বিষখালীর নদীতে।
বরগুনা মাছবাজারের কয়েকজন মাছ ব্যবসায়ী প্রথম আলোকে বলেন, আজ দুপুরে উপজেলার সড়িষামুড়ি ইউনিয়নের ভোরা এলাকার কয়েকজন জেলে বিষখালী নদীতে মাছ ধরতে যান। এ সময় তাঁদের জালে ২৬ কেজি ওজনের কোরাল মাছটি ধরা পড়ে। তাঁরা মাছটি বরগুনা পৌর শহরের মাছবাজারে মো. রফিক সওদাগরের আড়তে নিয়ে আসেন। সেখানে মাছ ব্যবসায়ী সালাম ২৫ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন।
এলাকায় মাইকিং করে দুই হাজার টাকা কেজি দরে মাছটি বিক্রি করেছেন জানিয়ে মাছ ব্যবসায়ী সালাম বলেন, ‘১৩টি ভাগ দিয়েছি। প্রতি ভাগ ২ হাজার টাকা বিক্রি করা হবে।’