বরিশালে শাম্মী ও সাদিক প্রার্থিতা ফিরে পেতে আপিল করবেন

সাদিক আবদুল্লাহ ও শাম্মী আহম্মেদ
ছবি: সংগৃহীত

প্রার্থিতা ফিরে পেতে বরিশাল-৫ (সদর) আসনে সাবেক মেয়র সাদিক আবদুল্লাহ এবং বরিশাল–৪ (মেহেন্দীগঞ্জ-হিজলা) আসনে আওয়ামী লীগের শাম্মী আহম্মেদ হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে আপিল করবেন।

সাদিক আবদুল্লাহর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বরিশাল নগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, ‘সাদিক আবদুল্লাহর বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা উদ্দেশ্যমূলক। এর কোনো ভিত্তি নেই। নির্বাচন কমিশনের এই আদেশের বিরুদ্ধে আমরা আদালতে যাব। যেহেতু অপশন আছে, তাই আমরা শেষ পর্যন্ত চেষ্টা করব।’

শাম্মী আহম্মেদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আওয়ামী লীগের আন্তর্জাতিক–বিষয়ক উপকমিটির সদস্য সৈয়দ মনির প্রথম আলোকে বলেন, ‘আমরা আদালতে যাব। এ জন্য সব প্রক্রিয়া চলছে। আমরা এখনো আশাবাদী, শাম্মী আহম্মেদ তাঁর প্রার্থিতা ফিরে পাবেন।’

গতকাল শুক্রবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর প্রার্থিতা বাতিল করে। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তাঁর প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছিলেন আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য জাহিদ ফারুক।

অপর দিকে বরিশাল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য পংকজ নাথ ৩ ডিসেম্বর বরিশালের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেন, আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহম্মেদের দ্বৈত নাগরিকত্ব আছে। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তা মো. শহিদুল ইসলাম ৪ ডিসেম্বর শাম্মী আহম্মেদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন। শাম্মী আহম্মেদ এই আদেশের বিরুদ্ধে আপিল করেছিলেন প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন কমিশনে। গতকাল কমিশন আগের আদেশই বহাল রাখে।