নীলফামারীর ডোমারে ছিন্নমূল কর্মজীবীদের প্রতিভা অম্বেষণে সংগীত প্রতিযোগিতা হয়েছে। গতকাল সোমবার রাতে ডোমার উপজেলা পরিষদ মাঠের সাংস্কৃতিক মঞ্চে ওই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন মৌসুমি রায় ওরফে তমা। প্রথম রানার্স আপ তুলসী চক্রবর্তী ও দ্বিতীয় রানার্স আপ হন প্রকাশ রায়। চ্যাম্পিয়ন ৫০ হাজার, প্রথম রানার্স আপ ২৫ হাজার এবং দ্বিতীয় রানার্স আপকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।
আয়োজনে সভাপতিত্ব করেন এই প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক ও আহ্বায়ক ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তোফায়েল আহমেদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান মো. মমতাজুল হক, বীর মুক্তিযোদ্ধা মো. সহিদার রহমান, নীলফামারী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেন, ‘স্বাধীনতাবিরোধী শক্তি যদি ক্ষমতায় আসে, তাহলে একদিকে উন্নয়ন যেমন ব্যাহত হবে, তেমনি বাঙালির বাঙালিত্ব থাকবে না। তারা আবারও পাকিস্তানি ধ্যান–ধারণা আমদানি করবে এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করবে।’
গত ৩০ সেপ্টেম্বর ডোমার উপজেলা পরিষদ মাঠের সাংস্কৃতিক মঞ্চে ওই প্রতিযোগিতা শুরু হয়েছিল।