দৈনিক সমকালের হবিগঞ্জের বানিয়াচং উপজেলা প্রতিনিধি রায়হান উদ্দিন সুমনকে একটি হত্যা মামলায় গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল শুক্রবার রাতে উপজেলার পাঠানটুলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। আজ শনিবার দুপুরে তাঁকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। তবে আদালত এ বিষয়ে আজ কোনো সিদ্ধান্ত দেননি।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট বানিয়াচং উপজেলা সদরে পুলিশ ও আওয়ামী লীগের নেতাদের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষকালে গুলিবিদ্ধ হয়ে ৯ জন ছাত্র-জনতার মৃত্যু হয়। এ ঘটনায় ১৮ আগস্ট হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ময়েজ উদ্দিনসহ ১৬০ জনের নামে একটি হত্যা মামলা হয়। এ মামলায় রায়হান উদ্দিন সুমনকে ১৩১ নম্বর আসামি করা হয়। রায়হান দৈনিক সমকালের বানিয়াচং উপজেলা প্রতিনিধির পাশাপাশি হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার উপসম্পাদক। এ মামলায় আরও চারজন গণমাধ্যমকর্মীকে আসামি করা হয়েছে।
পুলিশ গতকাল রাতে রায়হান উদ্দিনকে গ্রেপ্তারের পর আজ হবিগঞ্জ আমলি আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। বিচারক শাহেদ আলম পরবর্তী কার্যদিবসে এ রিমান্ডের ওপর শুনানির দিন ধার্য করেন।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, রায়হান উদ্দিন সুমন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৯ ছাত্র-জনতা হত্যা মামলার ১৩১ নম্বর আসামি। তাঁকে গ্রেপ্তারের পর আজ আদালতে তোলা হলে আদালত আগামী কার্যদিবসে রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেন। এরপর তাঁকে আদালতের মাধ্যমে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে রায়হান উদ্দিন সুমন শুরু থেকে দাবি করে আসছিলেন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। তিনি সাংবাদিকতা পেশায় নিযুক্ত। তাঁর পেশাগত ও সংবাদ পরিবেশনের কারণে স্থানীয় একটি মহল তাঁর ওপর ক্ষুব্ধ ছিলেন। তাঁরা মামলার বাদীকে ভুল বুঝিয়ে এ ‘মিথ্যা মামলায়’ জড়িয়ে তাঁকে ফাঁসিয়েছেন।