মেহেরপুরের গাংনী উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সড়কে ছিটকে পড়ে এক শিক্ষানবিশ নারী আইনজীবীর মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাড়াডোব এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রোমানা আক্তার মেহেরপুর শহরের কাশ্যব পাড়ার মৃত খোকন আলীর মেয়ে। তিনি ঢাকা জেলা জজ আদালতে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাঁদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোমানা আক্তার তাঁর চাচতো ভাই বাবর আলীর মোটরসাইকেলে চেপে মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়ক হয়ে গাংনী পৌর শহরের দিকে যাচ্ছিলেন। গাড়াডোব এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে রোমানা আক্তার পাকা সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা তারিক আহমেদ বলেন, রোমানা আক্তারের মাথা পাকা সড়কে পড়ে থেঁতলে গেছে। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে। আহত অন্য তিনজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্ত চলমান রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।