ফুটফুটে এক ছেলেসন্তানের জন্মের পর সুজন কুমার ঘোষ ও সুমনা রানী ঘোষের সংসারের খুশির বন্যা বয়ে গিয়েছিল। তবে জন্মের কয়েক মাসের মধ্যেই শিশু শুভ্র ঘোষের হার্টে দুটি ছিদ্র ধরা পড়ে। চিকিৎসকেরা জানিয়েছেন, সে হার্টে ছিদ্র নিয়েই জম্ম নিয়েছে। শারীরিক এই সমস্যায় শিশুটির হার্টে দ্রুত অস্ত্রোপচার করতে হবে। তবে আর্থিক টানাপোড়েনের সংসারে আট মাস বয়সী সন্তানের চিকিৎসার খরচ নিয়ে দুশ্চিন্তায় আছে শিশু শুভ্র ঘোষের মা–বাবা।
সুজন কুমার ঘোষের বাড়ি জয়পুরহাটের আক্কেলপুর পৌরশহরের ঘোষপাড়া মহল্লায়। তিনি আক্কেলপুর শহরে কালিয়া বস্ত্রালয় নামে একটি কাপড়ের দোকানে কর্মচারী হিসেবে চাকরি করেন।
সুজন কুমার ঘোষ বলেন, জম্মের কয়েক মাস পর তাঁর ছেলে অসুস্থ হয়ে পড়ে। তখন তাঁর ছেলেকে নওগাঁর একটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর ছেলের হার্টে দুটি ছিদ্র ধরা পড়ে। নওগাঁর চিকিৎসকেরা তাঁর ছেলের উন্নত চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন।
সুজন কুমার ঘোষ বলেন, ‘চলতি বছরের ১১ জানুয়ারি আমার ছেলেকে নিয়ে ঢাকায় গিয়েছিলাম। সেখানকার চিকিৎসকেরা আমার ছেলের হার্টে অপারেশনের জন্য ভারতে যাওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু আমার সামান্য বসতবাড়ি ছাড়া কিছুই নেই। আমি সামান্য বেতনে কাপড়ের দোকানের কর্মচারীর কাজ করি, যা বেতন পাই, তাতে কষ্ট করে সংসার চালাই। ভারতে গিয়ে অপারেশন (অস্ত্রোপচার) করাতে চার লাখ টাকা দরকার। এ টাকা আমার পক্ষে কোনোভাবেই জোগাড় করা সম্ভব নয়। তাই ছেলের সাহায্যে এগিয়ে আসার জন্য সমাজের হৃদয়বান ও বিত্তশালী মানুষকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি।’
শুভ্র ঘোষের মা সুমনা রানী ঘোষ বলেন, ‘বিয়ের তিন বছর পর শুভ্র ঘোষের জম্ম হয়েছে। সন্তান হওয়ার আনন্দে আমাদের বুক ভরে গিয়েছিল। কিন্তু আদরের সন্তানের হার্টে দুটি ছিদ্র ধরা পড়েছে। ছেলের চিকিৎসার জন্য চার লাখ টাকা লাগবে। ছেলেকে ভারতে নিয়ে যাওয়ার জন্য পাসপোর্ট করেছি। কিন্তু এখনো আমরা অপারেশনের টাকা জোগার করতে পারিনি।’
স্থানীয় বসিন্দা রোস্তম আলী বলেন, সুজন কুমার ঘোষ খুবই গরিব মানুষ। ভারতে নিয়ে ছেলের চিকিৎসা করানোর মতো সামর্থ্য তাঁদের নেই। সমাজের দানশীল ও বিত্তবান ব্যক্তিরা এগিয়ে এলে শিশুটির চিকিৎসা হবে।
সাহায্য পাঠানোর ঠিকানা:
সুজন কুমার ঘোষ
সঞ্চয়ী হিসাব নম্বর: ৪২৪২০১০০১১৯৯২, রূপালী ব্যাংক লিমিটেড, আক্কেলপুর শাখা, জয়পুরহাট।
সুজন কুমার ঘোষের বিকাশ নম্বর: ০১৭৪১-৩৪৬৩০১।