নবজাতক
নবজাতক

লাল ওড়না দিয়ে ঢেকে নবজাতককে ফেলা হয় আবর্জনার মধ্যে

পটুয়াখালী শহরের শেরেবাংলা সড়ক এলাকায় আবর্জনার মধ্য থেকে এক নবজাতককে উদ্ধার করেছেন স্থানীয় লোকজন। নবজাতককে লাল ওড়না দিয়ে ঢেকে সেখানে ফেলে যাওয়া হয়। আজ রোববার দুপুরে নবজাতককে উদ্ধার করার পর এক দম্পতি তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ছেলেশিশুটিকে হাসপাতালের বিশেষায়িত নবজাতক সেবাকেন্দ্র ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, এলাকাবাসী শেরেবাংলা সড়কে আবর্জনা ফেলে। বেলা ১১টার দিকে ইয়ামিন চৌকিদার (১৮) নামের এক তরুণ সেখানে আবর্জনা ফেলতে যান। এ সময় তিনি আবর্জনার মধ্যে কান্নার শব্দ শুনে লাল ওড়নায় ঢাকা ওই নবজাতককে দেখতে পান। খবর পেয়ে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে নবজাতকটিকে উদ্ধার করেন। পরে এলাকার বাদল হাওলাদার ও তাঁর স্ত্রী রীনা বেগম নবজাতককে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

বাদল হাওলাদার বলেন, নবজাতকের মা–বাবার কোনো হদিস পাননি তাঁরা। তাঁর শ্যালকের ছেলে ইয়ামিন নবজাত শিশুটিকে প্রথম দেখতে পান।

রীনা বেগম বলেন, তাঁর তিনটি মেয়ে। নবজাতকে উদ্ধারের পর থেকে তিনি পাশে রয়েছেন।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, নবজাতকটির বয়স এক দিন। সে সুস্থ আছে। তাকে হাসপাতালের বিশেষায়িত নবজাতক সেবাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম জানান, কে বা কারা এভাবে নবজাতককে রেখে গেছে, পুলিশের পক্ষ থেকে এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। নবজাতক সুস্থ হওয়ার পর পুলিশ আইনি ব্যবস্থা নেবে।