নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহ্রীরের এক সদস্যকে গ্রেপ্তার করে ময়মনসিংহের নান্দাইল মডেল থানায় হস্তান্তর করেছে র্যাব-১৪। নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, আজ মঙ্গলবার সকালে হস্তান্তরের পর আবদুল কাইয়ুমকে থানা হাজতে রাখা হয়েছে। তাঁকে আদালতে সোপর্দ করা হবে।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আবদুল কাইয়ুম (৫৭)। তিনি নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দক্ষিণ জাহাঙ্গীপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে। গতকাল সোমবার বিকেলে রাজধানীর বাড্ডার সাঁতারকুল এলাকায় একটি আবাসন কোম্পানির সাইট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। র্যাব-১৪ (ময়মনসিংহ) এর উপসহকারী পরিচালক (ডিএডি) মো. মেহরাব ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আবদুল কাইয়ুমের বিরুদ্ধে হিযবুত তাহ্রীরের জন্য অর্থের জোগান দেওয়া ও সদস্য সংগ্রহ করার অভিযোগ রয়েছে।
র্যাব সূত্র জানায়, ২০১৬ সালে রাজধানীর খিলগাঁও থানায় আবদুল কাইয়ুমের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছিল। ওই মামলায় আদালত থেকে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।
মামলার এজাহারের বরাত দিয়ে র্যাব কর্মকর্তা মো. মেহরাব ইসলাম বলেন, কাইয়ুম নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহ্রীরের অন্যতম শীর্ষ নেতা। তাঁর বিরুদ্ধে ওই সংগঠনের জন্য অর্থের জোগান দেওয়া ও সদস্য সংগ্রহ করার অভিযোগ রয়েছে।
নান্দাইল থানা হাজতে আবদুল কাইয়ুমের সঙ্গে কথা হয়। তিনি প্রথম আলোকে বলেন, তিনি বিএনপিকে সমর্থন করেন। তবে দলটিতে তাঁর কোনো পদপদবি নেই। ২০১৫ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে তিনি আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীর প্রতিদ্বন্দ্বী দলটির বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচনে কাজ করেছিলেন। ওই নির্বাচনের সময় তাঁর বিরুদ্ধে খিলগাঁও থানায় একটি মামলা হয়েছিল। সেই মামলায় তিনি আদালত থেকে জামিনে ছিলেন। তবে ২০১৬ সালে তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের কথা তিনি জানেন না। গ্রেপ্তার হওয়ার পর বিষয়টি জানতে পেরেছেন।