উখিয়ায় আশ্রয়শিবির থেকে তুলে নিয়ে এক রোহিঙ্গাকে হত্যা

কক্সবাজার জেলার মানচিত্র
কক্সবাজার জেলার মানচিত্র

কক্সবাজারের উখিয়া উপজেলার লম্বাশিয়া (ক্যাম্প-২) আশ্রয়শিবিরে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে এক রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাম্প-২-পশ্চিমের সি ব্লকের একটি কালভার্টের নিচ থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত ব্যক্তির নাম মো. ইসহাক (৫০)। তিনি উখিয়ার বালুখালী আশ্রয়শিবিরের (ক্যাম্প-৭) এর এ-ব্লকের বাসিন্দা মো. রশিদের ছেলে।

রোহিঙ্গা নেতারা বলেন, পূর্বশত্রুতার জের ধরে মিয়ানমারের একটি সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা ইসহাককে ঘর থেকে তুলে নিয়ে পাহাড়ের ঢালুতে নিয়ে পিটিয়ে হত্যা করে লাশ কালভার্টের নিচে ফেলে রাখেন। স্থানীয় রোহিঙ্গারা লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

নিহত রোহিঙ্গা নাগরিকের পরিবারের বরাতে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, বুধবার সকাল সাতটার দিকে অস্ত্রধারী কয়েকজন সন্ত্রাসী ঘর থেকে ইসহাককে তুলে নিয়ে যান। পরে তাঁরা শোনেন, ইসহাকের লাশ পাওয়া গেছে। ইসহাকের চোখ, হাতে এবং পেটে আঘাতের চিহ্ন রয়েছে।

ওসি শেখ মোহাম্মদ আলী জানান, সুরতহাল করার পর লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে আশ্রয়শিবিরে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় সাড়ে আটটা পর্যন্ত মামলা হয়নি।