বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে ১২ দিনের কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের টঙ্গীতে আজ সোমবার বেলা তিনটায় সমাবেশ করবে বিএনপি। এ উপলক্ষে টঙ্গী কলেজগেট–সংলগ্ন এলাকায় চলছে মঞ্চ প্রস্তুতির কাজ। ছোট ছোট দল নিয়ে গাজীপুর মহানগর বিএনপির বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিটের নেতা-কর্মীরা সেখানে জড়ো হতে শুরু করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগর বিএনপির আয়োজনে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকার কথা রয়েছে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সমাবেশে সভাপতিত্ব করবেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। এ ছাড়া উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতারা।
আজ দুপুর ১২টায় সরেজমিনে দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজগেট–সংলগ্ন বিএনপি নেতা সালাউদ্দিন সরকারের বাড়ির সামনের একটি ফাঁকা জায়গা সমাবেশ আয়োজনের জন্য নির্ধারণ করা হয়েছে। তবে নিচু ও অসমান হওয়ায় বালু ফেলে জায়গাটি সমান করা হচ্ছে। একপাশে বানানো হচ্ছে মঞ্চ। সমাবেশে যোগ দিতে এরই মধ্যে বিভিন্ন থানা ও ওয়ার্ড বিএনপির নেতা-কর্মীরা বিচ্ছিন্নভাবে আসছেন। তাঁদের কেউ কেউ অংশ নিচ্ছেন জায়গা প্রস্তুতের কাজে।
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার প্রথম আলোকে বলেন, সমাবেশ ঘিরে প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নেতা–কর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস কাজ করছে। আজকের সমাবেশে অন্তত ২০ থেকে ২৫ হাজার নেতা–কর্মী উপস্থিত হবে বলে আশা করছেন তিনি।
বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে গতকাল সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ১২ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ মঙ্গলবার ঢাকা জেলার কেরানীগঞ্জ ও গাজীপুরের টঙ্গীতে দুটি সমাবেশের মধ্য দিয়ে এ ধাপের কর্মসূচি শুরু হচ্ছে। এ কর্মসূচি চলবে ৩ অক্টোবর পর্যন্ত। মাঝে তিন দিন কোনো কর্মসূচি রাখেনি দলটি। বিএনপির নতুন ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে রাজধানীকে ঘিরে আটটি সমাবেশ এবং ঢাকার বাইরে পাঁচটি বিভাগে রোডমার্চ।
বিএনপির অন্য কর্মসূচিগুলো, ২১ সেপ্টেম্বর ভৈরব-ব্রাহ্মণবাড়িয়া-হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট পথে রোডমার্চ; ২২ সেপ্টেম্বর ঢাকা মহানগরে যাত্রাবাড়ী ও উত্তরায় সমাবেশ, একই দিনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারা দেশে জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দোয়া; ২৩ সেপ্টেম্বর বরিশাল-ঝালকাঠি-পিরোজপুর-পটুয়াখালী পথে রোডমার্চ; ২৫ সেপ্টেম্বর ঢাকা মহানগরে নয়াবাজার ও ঢাকা জেলার আমিনবাজারে সমাবেশ; ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগে রোডমার্চ, একই দিনে ঢাকায় পেশাজীবী কনভেনশন।
এ ছাড়া ২৭ সেপ্টেম্বর ঢাকা মহানগরের গাবতলী ও নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় জনসমাবেশ; ২৯ সেপ্টেম্বর ঢাকায় মহিলা সমাবেশ; ৩০ সেপ্টেম্বর ঢাকায় শ্রমজীবী কনভেনশন; ১ অক্টোবর ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ পথে রোডমার্চ; ২ অক্টোবর ঢাকায় কৃষক সমাবেশ এবং ৩ অক্টোবর কুমিল্লা-ফেনী-মিরসরাই-চট্টগ্রাম পথে রোডমার্চ করার ঘোষণা দিয়েছে বিএনপি।