রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বিএনপি নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশি তল্লাশির নামে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগে করেছে জেলা বিএনপি। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে নগরের গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান রংপুর জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম। তিনি বলেন, গঙ্গাচড়া উপজেলায় ৮ সেপ্টেম্বর বিএনপির মিছিলে পুলিশ হামলা চালায়। এতে পুলিশের ছোড়া রাবার বুলেটে বিএনপির অনেকে আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের চোখে রাবার বুলেট লেগেছে। তাঁরা হলেন মোরসালীন হোসেন, মোহাম্মদ তুলিব ও হারেস মিয়া। তাঁরা বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও বর্তমানে গ্রেপ্তারের ভয়ে পলাতক।
সংবাদ সম্মেলনে সাইফুল ইসলাম অভিযোগ করেন, বিএনপি নেতা-কর্মীদের বাড়িতে গিয়ে তল্লাশির নামে পরিবারের সদস্যদের হয়রানি করছে পুলিশ। অবিলম্বে পুলিশি হয়রানি বন্ধের দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমানসহ অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপির এ অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল হোসেন মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তাঁকে পাওয়া যায়নি।