লালমনিরহাটের দোয়ানীতে অবস্থিত তিস্তা ব্যারাজ
লালমনিরহাটের দোয়ানীতে অবস্থিত তিস্তা ব্যারাজ

তিস্তায় পানি বাড়লেও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে

উজান থেকে নেমে আসা ঢল ও গত কয়েক দিনের টানা বৃষ্টিতে তিস্তা নদীর পানি বাড়ছে। উত্তরাঞ্চলের লালমনিরহাট ও রংপুর জেলার একাধিক পয়েন্টে পানির উচ্চতা বৃদ্ধির তথ্য পাওয়া গেছে। তবে এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে নদীটির পানি।

আজ শনিবার সকাল ৬টায় লালমনিরহাটের হাতীবান্ধার তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে ৫২ মিটার উচ্চতায় তিস্তার পানি প্রবাহিত হচ্ছিল। এ পয়েন্টে পানির বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার। সেখানে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল।

এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় ডালিয়া পয়েন্টে পানির উচ্চতা ছিল ৫১ দশমিক ৮৩ মিটার। নদীটির পানির প্রবাহ বাড়ায় তিস্তা ব্যারাজের ৪৪টি ফটক খুলে দিয়েছে জেলার পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। বিষয়টি নিশ্চিত করেছেন পয়েন্টের পানি প্রবাহ পরিমাপক (গেজ রিডার) নুরুল ইসলাম।

এদিকে উত্তরাঞ্চলে গত কয়েক দিন থেমে থেমে বৃষ্টি হচ্ছে। নীলফামারীতে গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে গতকাল সকাল ৯টা পর্যন্ত ১৩৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর গতকাল সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত ৬৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

তিস্তায় পানির উচ্চতা বাড়ায় লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা, রাজপুর, খুনিয়াগাছ, আদিতমারীর মহিষখোঁচা, কালীগঞ্জের ভোটমারী, হাতীবান্ধার গড্ডিমারী, সিংগীমারী, সিন্দুর্না, পাটিকাপাড়া, ডাউয়াবাড়ি ইউনিয়নের নদী তীরবর্তী নিম্নাঞ্চলের গ্রামগুলো প্লাবিত হচ্ছে।

এ বিষয়ে লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রাকিব হায়দার বলেন, সার্বিক পরিস্থিতির দিকে জেলা ও উপজেলা প্রশাসনসহ পাউবো দপ্তরের পক্ষ থেকে নজর রাখা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সার্বিক প্রস্তুতি আছে।

অন্যদিকে আজ সকাল ৯টায় রংপুরের কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ২৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। রংপুর পাউবোর পক্ষ থেকে বৃষ্টিপাতের পরিস্থিতি নিয়ে আজ সকাল ৯টায় জানানো হয়েছে, আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে মাঝারি বৃষ্টি হতে পারে। এ সময় তিস্তার পানি বৃদ্ধি পেতে পারে।

আজ সকালে রংপুরের কাউনিয়া ও গঙ্গাচড়া উপজেলার নদীপাড়ের বাসিন্দারা জানান, গত দুই দিন বৃষ্টি হয়েছে। দিনে পানি না বাড়লেও রাতে পানি বেড়েছে।
গঙ্গাচড়ার লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল্লা হেল হাদী বলেন, গত তিন দিন নদীর পানি ওঠানামা করছে। এমন অবস্থায় নদীপারের বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছে।

পাউবোর রংপুর কার্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবিব বলেন, তিস্তার পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি বাড়ার আশঙ্কা রয়েছে। এ কারণে তিস্তা ব্যারাজসহ নদীপারের মানুষদের সতর্কবার্তা দেওয়া হয়েছে।  

(প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন নিজস্ব প্রতিবেদক, রংপুর; প্রতিনিধি, লালমনিরহাট ও নীলফামারী)