ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং জেলা আওয়ামী লীগের সভাপতি র আ মা উবায়দুল মোকতাদির চৌধুরীর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
আজ শুক্রবার বেলা তিনটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড় এলাকায় এ কর্মসূচি করা হয়। সদর উপজেলার বুধল ইউনিয়ন শাখা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিকেল চারটা পর্যন্ত চলে এ কর্মসূচি। এ সময় সরাইল বিশ্বরোড মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
বুধল ইউনিয়ন বিএনপির সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে এ সময় সহসভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী কাউছার আহমেদ, যুবদল নেতা আবদুল গাফফার প্রমুখ বক্তব্য দেন। তাঁরা উবায়দুল মোকতাদির চৌধুরীর মৃত্যুদণ্ডের দাবি করেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া এলাকা থেকে উবায়দুল মোকতাদির চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সাবেক সংসদ সদস্য। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তাঁর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন থানায় ৬টি হত্যা মামলাসহ ৯টি মামলা আছে।