গতকাল বিকেলে প্রথম আলোর বরিশাল আঞ্চলিক কার্যালয়ের মিলনায়তনে বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়
গতকাল বিকেলে প্রথম আলোর বরিশাল আঞ্চলিক কার্যালয়ের মিলনায়তনে বই 
বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়

বিকাশ-প্রথম আলো ট্রাস্টের উদ্যোগ

বরিশালে ৫ হাজার ৫৩৭টি বই পেল ২৩টি প্রতিষ্ঠান

‘‌একটি সুস্থ, মানবিক বোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে হলে পাঠাভ্যাসকে জীবনের অংশ হিসেবে নিতে হবে। কারণ, ইতিহাস ও ঐতিহ্য না জানলে সভ্য মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা যায় না। তাই জানতে হলে বইপাঠের কোনো বিকল্প নেই। এটা মনে রাখতে হবে, একটি বই হলো চলমান লাইব্রেরির মতো। বই বিমুখতা আমাদের পিছিয়ে দিচ্ছে। এ জন্য বইয়ের কাছে আমাদের ফিরে যেতে হবে।’

বরিশালে বিকাশের উদ্যোগে ও প্রথম আলো ট্রাস্টের সহযোগিতায় অনুষ্ঠিত বই বিতরণ অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।  গতকাল শুক্রবার বিকেলে প্রথম আলোর বরিশাল আঞ্চলিক কার্যালয়ের মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ২৩টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ৫ হাজার ৫৩৭টি বই তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সমাজসেবা অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ, বরিশাল বিভাগীয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক আসাদুল আলম, এআরএস বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক রুবানা রহমান, মওলানা ভাসানী পাঠাগারের উদ্যোক্তা দেওয়ার আবদুর রশিদ, শহীদ আলতাফ মাহমুদ স্মৃতি পাঠাগারের উদ্যোক্তা ও অধিকারকর্মী মনীষা চক্রবর্তী।

অনুষ্ঠানে অধিকার আন্দোলনের কর্মী মনীষা চক্রবর্তী বলেন, ‘একটি প্রজন্মকে মনন ও সৃজনশীল হিসেবে গড়ে তুলতে হলে বইয়ের বিকল্প নেই। আমাদের সামাজিক অবক্ষয়ের মূলে রয়েছে না পড়ার বিকৃত সংস্কৃতি। সব ধরনের বৈষম্য বিলোপ করতে হলে জ্ঞানভিত্তিক প্রজন্মের বিকল্প নেই। আর এটা করতে পারে একমাত্র পাঠাভ্যাস। বিকাশ-প্রথম আলো ট্রাস্টের এই উদ্যোগ অবশ্যই একটি ব্যতিক্রমী উদ্যোগ। এমন উদ্যোগ আরও বেশি বেশি নেওয়া উচিত।’ 

অনুষ্ঠানে বরিশাল জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচারক সাজ্জাদ পারভেজ বলেন, ‘মানুষ যা–ই কিছু করুক না কেন, তার আগে কল্পনা করতে হয়। সেই কল্পনাশক্তি বাড়ায় বই। ক্রমে আলো থেকে আলোর পথে ধাবিত করে বই। বই পড়ার মাধ্যমে মানুষ আলোকিত হয়। বিকাশ সারা দেশে প্রথম আলো ট্রাস্টের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান ও গ্রন্থাগারে বই বিতরণ করে উন্নত, মননশীল জাতি গঠনের যে উদ্যোগ নিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। বিকাশের এমন সৃজনশীল উদ্যোগে অনুপ্রাণিত হয়ে দেশের অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানও এমন উদ্যোগ নিতে এগিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি।’

চলতি বছর সারা দেশের সুবিধাবঞ্চিত শিক্ষাপ্রতিষ্ঠান, পাঠাগার ও বৃদ্ধাশ্রমে মোট ১ লাখ ২০ হাজার বই বিতরণের উদ্যোগ নিয়েছে বিকাশ। তাদের এ উদ্যোগে সহযোগী হিসেবে কাজ করছে প্রথম আলো ট্রাস্ট।

বই পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন গ্রন্থাগার ও প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা।