শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রাখায় কক্সবাজারের আট তরুণ-তরুণীকে ‘অদম্য তারুণ্য’ সম্মাননা দিচ্ছে কক্সবাজার সমিতি। আগামীকাল শনিবার বিকেলে রাজধানীর ইস্কাটনের বিয়াম মিলনায়তনে তাঁদের এ সম্মাননা দেওয়া হবে।
কক্সবাজার সমিতির সভাপতি হেলালুদ্দীন আহমেদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সম্মাননা অনুষ্ঠানে কক্সবাজারের গণ্যমান্য ব্যক্তিরা ছাড়াও ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন।
ওই আট তরুণ-তরুণী হলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটিজ ডিবেটিং চ্যাম্পিয়নশিপের জয়ী বিতার্কিক সৌরদীপ পাল, অনূর্ধ্ব-১৯ নারী সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড় শাহেদা আক্তার রিপা, নবাগত চলচ্চিত্র নির্মাতা জাহিন ফারুক আমিন, বুয়েটের কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী নাভিদ বিন হাসান, জাতীয় ফুটবল দলের গোলরক্ষক আনিসুর রহমান জিকু, মানবাধিকারকর্মী রীমা সুলতানা, বাংলাদেশ ন্যাশনাল ব্লাইন্ড ক্রিকেট দলের অধিনায়ক তানজিলুর রহমান, বঙ্গবন্ধু জাতীয় দক্ষতা প্রতিযোগিতা ২০২১-এর বিজয়ী আবদুল মুক্তাদির।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্প্রতি কক্সবাজারের তরুণ-তরুণীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রেখে জেলার সম্মান উজ্জ্বল করছেন। তাঁদের সৃষ্টিশীলতাকে উৎসাহিত করতে সমিতির পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও সমিতি এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।