খুলনার কয়রা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হাছানের বিরুদ্ধে ঘর দখলের অভিযোগে কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শুক্রবার দুপুরে কয়রা উপজেলা ছাত্রদলের অস্থায়ী কার্যালয়ে তিনি এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতা এম এ হাছান বলেন, সম্প্রতি কয়রা বাজারের একটি মার্কেট ঘিরে পরাজিত শক্তি ও তাদের দোসররা তাঁকে এবং বিএনপি নেতাদের সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে। আর এই অপপ্রচারের নেতৃত্বে রয়েছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামানের ঘনিষ্ঠ সহচর তারিক লিটু। তাঁর বাবা কয়রা সদরের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তাঁর ফুফু উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হাছান আরও বলেন, ‘বৃহস্পতিবার কয়েকটি অনিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যমে কয়রা বাজারের ইমান সুপার মার্কেটে সাবেক সংসদ সদস্যের সহচর তারিক লিটুর ভাড়া করা ঘরটি আমি দখল করেছি বলে সংবাদ প্রকাশিত হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। প্রকৃত সত্য হচ্ছে, ওই মার্কেটের একটি ঘর দীর্ঘ ১৮ মাস ধরে মালিককে ভাড়া না দিয়ে আওয়ামী লীগের নেতাদের দোহাই দিয়ে জোর করে দখল করে রেখেছেন তারিক লিটু। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর তারিক লিটুও গা–ঢাকা দেন। কয়েক দিন আগে তিনি আবার এলাকায় ফিরলে মার্কেটের ঘরমালিক মো. ইমান আলী কয়রা থানায় টাকা আদায়ের জন্য তাঁর বিরুদ্ধে একটি অভিযোগ করেন। অভিযোগকারী ঘরমালিক আমার কাছের আত্মীয় হওয়ায় আমার রাজনৈতিক প্রতিপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। অথচ ঘরভাড়া দেওয়া কিংবা থানায় অভিযোগ দেওয়া—এ বিষয় সম্পর্কে আমার কোনো পূর্বধারণা ছিল না।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে তারিক লিটু বলেন, ‘১৭ আগস্ট থেকে বিএনপি নেতা এম এ হাছান আমার ভাড়া নেওয়া ঘরটি দখলে নিয়েছেন। প্রতিদিন সন্ধ্যায় লোকজন নিয়ে তিনি মার্কেটের সামনে আড্ডা দেন। প্রতিবাদ করায় আমাকে মারধরও করা হয়েছে। আমার বিরুদ্ধে করা অভিযোগ সঠিক নয়।’
সংবাদ সম্মেলনে এম এ হাছান বলেন, ‘মার্কেটের মালিক আর তাঁর ভাড়াটের ব্যক্তিগত বিষয় নিয়ে কিছু স্বার্থান্বেষী মহল তাদের হীন রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য এবং আমি ও আমার প্রিয় রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানকে ক্ষুণ্ন করার জন্য এ ধরনের অপবাদমূলক সংবাদ পরিবেশনে সহায়তা করছে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ বিশ্বাস, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইছানুর রহমান, আকবার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুর ইসলাম খোকা, সদস্যসচিব ডি এম হেলান উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্যাহ, সদস্যসচিব মাহমুদ হাসান প্রমুখ।