শেরপুরের শ্রীবরদীতে আগুনে পুড়ে ইসমাইল হোসেন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আগুনে ইসমাইলের মামার বাড়ির গোয়ালঘর ও দুটি বসতঘর পুড়ে গেছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার বারারচর বলদিয়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত ইসমাইল উপজেলার ভেলুয়া ইউনিয়নের বারারচর বলদিয়াপাড়া গ্রামের আমিনুল ইসলাম ও রত্না বেগমের ছেলে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল রাতে ইসমাইল একই গ্রামে তার মামা মো. মিলন মিয়ার বাড়িতে ছিল। রাত আটটার দিকে মিলন মিয়ার গোয়ালঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে পাশের দুটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় সবার অজান্তে শিশু ইসমাইল গোয়ালঘরে আটকে পড়ে এবং আগুনে পুড়ে মারা যায়।
খবর পেয়ে শ্রীবরদী উপজেলার ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে এলাকাবাসীর সহযোগিতায় ফায়ার সার্ভিসের সদস্যরা গোয়ালঘর থেকে ইসমাইলের লাশ উদ্ধার করেন।
শ্রীবরদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, গোয়ালঘরে মশা তাড়ানোর আগুন জ্বালানো হয়েছিল। সেখান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় দুই লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
শ্রীবরদী থানার পরিদর্শক (তদন্ত) আবু সাইম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় নিহত শিশুর মা রত্না বেগম বাদী হয়ে শ্রীবরদী থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।