দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে চাঁদপুরে শিক্ষার্থীরা জনতার বাজার চালু করেছেন। বৃহস্পতিবার বিকেলে
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে চাঁদপুরে শিক্ষার্থীরা জনতার বাজার চালু করেছেন। বৃহস্পতিবার বিকেলে

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চাঁদপুরে শিক্ষার্থীদের জনতার বাজার চালু

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চাঁদপুরে ‘জনতার বাজার’ নামে সবজির বাজার চালু করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের ১০ শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার সকাল আটটা থেকে শহরের বিপণিবাগ বাজারে সড়কের পাশে তাঁবু টানিয়ে বাজারের কার্যক্রম শুরু করেন শিক্ষার্থীরা।

বিকেলে বাজারে গিয়ে দেখা যায়, নানা ধরনের সবজি বিক্রি করছেন দুজন শিক্ষার্থী। তাঁরা ১৮ ধরনের সবজির মূল্যতালিকা টানিয়ে বেচাবিক্রি করছেন। তালিকা অনুযায়ী প্রতি কেজি আলু ৫৫ টাকা, ঢ্যাঁড়স ৬০, পটোল ৪৫, টমেটো ১৬০, কাঁচা মরিচ ১৩০, লালশাক ৩০, শিম ১৩০, ধনেপাতা ১৪০ টাকা বিক্রি হচ্ছে বাজারে।

ঢাকার বসবাস করা চাঁদপুরের শাহাবুদ্দিন ওই দোকানে পণ্য কিনতে এসেছেন। তিনি বলেন, বাজারের সবকিছুর দামে হাঁসফাঁস অবস্থা। এ থেকে উত্তরণে শিক্ষার্থীরা ন্যায্যমূল্যের যে উন্মুক্ত বাজার খুলেছে, এতে তিনি খুবই খুশি।

চাঁদপুর পুরান বাজার কলেজ থেকে সদ্য উচ্চমাধ্যমিক পাস করেছেন আবদুল্লাহ আল নোমান। জনতার বাজারের তিনিও একজন উদ্যোক্তা। নোমান প্রথম আলোকে বলেন, ‘আমরা ৮-১০ জন শিক্ষার্থী যৌথভাবে যার যার সামর্থ্য অনুযায়ী সহায়তা নিয়ে এই বাজার খুলেছি। এতে সাধারণ ক্রেতারা খুশি। চাঁদপুরের জেলা প্রশাসক মো. মোহসীন উদ্দিন এই উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন। তাঁর পরামর্শেই মূলত এ আয়োজন করা হয়েছে। কয়েক দিনের মধ্যে জেলা শহরের নতুন বাজার ও পুরান বাজারে আরও দুটি এমন বাজার খোলার প্রস্তুতি চলছে।’

চাঁদপুরের জেলা প্রশাসক মো. মোহসীন উদ্দিন বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এ বাজার চালু থাকবে। এ জন্য তাঁদের সার্বক্ষণিক মনিটরিং থাকবে।