সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মোটরসাইকেল ছিনতাইকালে বাধা দেওয়ায় গুলি করার খবর পাওয়া গেছে। এ সময় সাদ্দাম হোসেন (৩২) নামের মোটরসাইকেলের এক চালক আহত হয়েছেন। মঙ্গলবার রাত আটটার দিকে কোম্পানীগঞ্জের পূর্ব ইসলামপুর ইউনিয়নের ঢালারপাড় ও গাছঘর গ্রামের মধ্যবর্তী মুলুকনগর এলাকায় এ ঘটনা ঘটে।
সাদ্দাম উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের খায়েরগাঁও গ্রামের বাসিন্দা। তিনি ভাড়ায় মোটরসাইকেলে যাত্রী পরিবহন করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আটটার দিকে সাদ্দাম হোসেন মোটরসাইকেলে যাত্রী নিতে রাজনগর বাজার থেকে গাছঘর এলাকার দিকে যাচ্ছিলেন। পথে পাঁচ-ছয়জন গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে ধস্তাধস্তির ঘটনা ঘটে।
সাদ্দাম হোসেনের বন্ধু নজির মিয়াও (৩৪) এ ঘটনায় আহত হয়েছেন। তিনি বলেন, তিনিও সাদ্দামের সঙ্গে যাত্রী আনতে গিয়েছিলেন। ঢালারপাড় ও গাছঘর গ্রামের মাঝামাঝি এলাকায় পৌঁছালে ডাকাত দলের পাঁচ-ছয়জনের সদস্য হামলা করে। এ সময় ডাকাতেরা প্রথমে দুটি গুলি করে। পরে আরেকটি গুলি সাদ্দাম হোসেনের বুকের বাঁ পাশে লাগার সঙ্গে সঙ্গে সাদ্দাম মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে স্থানীয় আরও কয়েকজনের সহযোগিতায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সাদ্দাম হোসেনের স্বজন সাদেক মিয়া বলেন, আহত ব্যক্তিদের স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে কোম্পানীগঞ্জ ৩১ শয্যা হাসপাতালে ও পরে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে যান।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, মোটরসাইকেল ছিনতাই চেষ্টার খবর পেয়েছেন। তবে নিশ্চিত করে বলা যাচ্ছে না। এতে একজন আহত হওয়ার খবর পাওয়া গেলেও গুলিবিদ্ধ কি না, নিশ্চিত করে বলা যাচ্ছে না।