খুলনার দৌলতপুরে সরকারি ব্রজলাল (বিএল) কলেজের পুকুর থেকে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে ভাসমান অবস্থায় থাকা লাশটি উদ্ধার করা হয়।
ওই যুবকের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তাঁর আনুমানিক বয়স ৩৭ থেকে ৩৮ বছর। তাঁর পরনে খাকি রংয়ের হাফপ্যান্ট ছিল। সুরহতালে ওই যুবকের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। গোসল করতে নেমে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
বিএল কলেজের অধ্যক্ষ শরীফ আতিকুজ্জামান প্রথম আলোকে বলেন, ওই যুবক কলেজের কেউ নন। পুলিশের হিসাবে তাঁর বয়স ৩৫ বছরের ওপরে। তাঁর পরিচয় শনাক্ত করতে পুলিশ ও গোয়েন্দা সংস্থার একাধিক কর্মকর্তা কলেজে অবস্থান করছেন। তবে কলেজের আশপাশের কেউ তাঁর পরিচয় শনাক্ত করতে পারেননি। ধারণা করা হচ্ছে, ওই যুবক কলেজের বাইরে থেকে এসে গোসল করতে পুকুরে নেমেছিলেন। এরপর পানিতে ডুবে দুর্ঘটনাটি ঘটে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামাল হোসেন প্রথম আলোকে বলেন, সকাল ১০টার দিকে কলেজ কর্তৃপক্ষ লাশটি দেখে থানায় ফোন দেয়। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই যুবকের পরিচয় নিশ্চিত করতে তথ্যপ্রযুক্তির সহায়তা নেওয়া হবে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।